পার্থ সারথি মান্না, কলকাতাঃ এবছরই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj) বিয়ে করেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। ডিভোর্স থেকে বিয়ে গোটা সময়টাই চর্চায় ছিলেন কাঞ্চন-শ্রীময়ী জুটি। এরপর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্মও দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে হাজারো কটাক্ষ করা হয়েছে তাদের তবে সেসবে খুব একটা পাত্তা দেননি কেউই। তবে সম্প্রতি ফের শিরোনামে উঠে এসেছেন তাঁরা, নেপথ্যে মা হওয়ার সময় হাসপাতলের ৬ লক্ষ টাকার বিল।
শ্রীময়ীর মা হওয়ার খরচ ৬ লক্ষ টাকা
গতমাসেই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। যদিও কাউকেই সুখবর আগে থেকে টের পেতে দেননি দুজনের কেউই। তবে এবার নাকি বিধানসভায় হাসপাতালের খরচের বিল জমা দিয়েছেন বলে জানা যায়! হাসপাতালের খরচ ২ লক্ষ ও ডাক্তারের ফিস ৪ লক্ষ মিলিয়ে মোট ৬ লক্ষ টাকার বিল হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই রীতিমত শোরগোল শুরু হয়ে যায়। চিকিৎসকের খরচ কিভাবে ৪ লক্ষ টাকা হতে পারে? প্রশ্ন ওঠে আমজনতার মনে।
ডাক্তারের ফিস নিয়ে মুখ খুললেন কাঞ্চন-পত্নী
সম্প্রতি ৪ লক্ষ টাকার ডাক্তারের ফিস নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ। হ্যাঁ ঠিকই দেখছেন, চিকিৎসকই নিয়েছেন ৪ লাখ টাকা। শ্রীময়ীর মতে, আমার স্বল্প অভিজ্ঞতায় যেটা জানি, এতদিন ধরে দেখে আসছি যে কোনো সরকারি কর্মচারীরা এটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক তাদের মেডিক্যাল পরিষেবাটা পেয়ে থাকে। এটাই সরকারি কর্মচারীদের একটা বড় সুবিধা।
এরপর অভিনেত্রী আরও বলেন, ‘একজন নবীন অভিনেত্রীহিসাবে আমার যা পারিশ্রমিক হবে সেটা নিয়শ্চই একজন বর্ষীয়ান অভিনেতা বা অভিনেত্রীর পারিশ্রমিক নয়। সেই বিষয়ে আমার কথা বলেও সভা পায় না। সবাই সবার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার উপর পারিশ্রমিক অর্জন করেন এটা সব পেশাতেই হয়ে এসেছে। ঠিক তেমনভাবেই ডাক্তারবাবু পারিশ্রমিক নিয়ে হারা প্রশ্ন তুলছেন তাদের একবার ডাক্তারবাবুর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাটা দেখে বিচার করা উচিত’।
প্রসঙ্গত, শ্রীময়ী যে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি হলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ প্রণব দাশগুপ্ত। উনি কলকাতর নামকরা একজন আইপিএফ স্পেশালিস্ট। তবে কে কোন ডাক্তারের কাছে যাবেন সেটা তাঁর ব্যক্তিগত চয়েসে। এটা নিয়ে অনধিকার চর্চা করবেন না। আর কোনো অপরাধমূলক কাজ আমরা করিনি তাই যারা কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হল, কোথায় হল কিংবা কত খরচা হল নিয়ে ককথা বলছেন তারা নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না, বলে জানান অভিনেত্রী।
কর্মীদের তুলনায় ৫৩৪ গুণ বেশি, কত বেতন পান ৯০ ঘণ্টা কাজের নিদান দেওয়া L&T-র চেয়ারম্যান?