শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমানে বাংলা সিরিয়ালের রমরমা। সে হিন্দি হোক বা বাংলা, এখনও অবধি এমন বহু মানুষ রয়েছেন যাদের সারাদিনে একবার সিরিয়াল না দেখলে পেটের ভাত হজম হয় না। বাংলা সিরিয়ালগুলিরই কথা ধরা যাক না। কে বেশি এবং ভালো সিরিয়াল আনবে সেই নিয়ে রীতিমতো কাঁটায় কাঁটায় লড়াই হয় প্রথম সারির চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা। তবে আজ এই প্রতিবেদনে এমন একজন অভিনেতাকে নিয়ে আলোচনা করা হবে যাকে বেশ কয়েকদিন হয়ে গেল সিরিয়ালের পর্দায় দেখা যাচ্ছে না। আজ কথা হচ্ছে রব দে-কে নিয়ে। যাকে শেষবারের মতো দেখা গিয়েছে স্টার জলসার ‘কথা’ সিরিয়ালে।
কোথায় রব দে?
বর্তমান সময়ে স্টার জলসার ‘কথা’ সিরিয়ালের রমরমা হুহু করে বেড়েই চলেছে। TRP নিরিখে বিগত কয়েক সপ্তাহ ধরে একদম টপে রয়েছে। এই সিরিয়ালে প্রত্যেকটি স্টারকাস্ট সে সুস্মিতা হোক কিংবা সাহেব নিজেদের অভিনয় যাদুতে সকলের মন জিতে নিয়েছেন। শুধু তাই নয় অল্প কয়েক দিনের মধ্যে ‘রব’ও নিজের অভিনয় দিয়ে কিন্তু সব দর্শকদের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছেন। কিন্তু বিগত বেশ কয়েকদিন হয়ে গেল কথা সিরিয়ালে তাকে আর দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে অভিনেতা কি সিরিয়াল ছেড়ে দিলেন? তবে এবার আসল কারণটা জানা গেল যা শুনলে হয়তো আপনিও আকাশ থেকে পড়বেন। কেউ হয়তো ভাবতেও পারেনি এমনটা হবে।
সিরিয়াল থেকে বাদ অভিনেতা?
কয়েকদিন আগেই সিরিয়ালে দেখানো হয়েছিল, অঙ্কিত অর্থাৎ আক্কি হঠাৎ করে গুহ পরিবার ছেড়ে বেরিয়ে গেছে। কারণ হিসাবে ফোনে সে জানিয়েছে রিসার্চের জন্য তাকে বাইরে যেতে হয়েছে এবং জুনির থেকে দূরত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সে। তবে আসল কারণটা হলো অভিনেতা শরীর মোটেও ভালো নয়। তিনি বর্তমানে জন্ডিসে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে রয়েছেন রব। তাই গল্পে এই মুহূর্তে দেখা যাচ্ছে না অভিনেতাকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |