শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার মেগা চমক দিল স্টার জলসা (Star Jalsha)। এমনিতে কেন কত ভালো সিরিয়াল এনে কিংবা TRP তালিকায় নিজের নাম তুলবে সেটা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয় স্টার জলসা ও জি বাংলার মধ্যে। কারণ বর্তমানে এই দুটি বাংলা চ্যানেল একদম প্রথম সারিতে রয়েছে। যাইহোক, এবার নতুন সিরিয়াল এনে ও স্লট ঘোষণা করে সকলকে অবাক করে দিল স্টার জলসা। আর এই চমক এসেছে ‘গৃহপ্রবেশ’ সিরিয়াল নিয়ে। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিরিয়ালের স্লট ঘোষণা করল স্টার জলসা।
‘গৃহপ্রবেশ’ সিরিয়ালের স্লট ঘোষণা
এমনিতে বেশ কিছুদিন ধরেই আসন্ন এই মেগাকে ঘিরে সকলের উত্তেজনা একদম পিক লেভেলে আছে। কবে এই সিরিয়াল শুরু হবে সেই নিয়ে দিন গুনছিলেন সকলে। তবে অবশেষে দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন ঊষসী রায়। তাঁর বিপরীতে দেখা যাবে ‘বরণ’ খ্যাত সুস্মিত মুখোপাধ্যায়কে। ফলে সকলেই খুশি। নতুন জুটি দর্শকদের কেমন লাগে সেটা জানার জন্য অপেক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষও।
এদিকে শেষ হচ্ছে ‘চিনি’ সিরিয়াল। সোমবার হয়ে গিয়েছে শেষ শুটিং। আসন্ন গৃহপ্রবেশের জন্য এই মেগার কপাল পুড়েছে বলে মনে করছিলেন অনেকে। যাইহোক, এবার জানা যাচ্ছে, রাত সাড়ে আটটার স্লটে দেওয়া হল এই মেগা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
গৃহপ্রবেশের গল্প
এখন নিশ্চয়ই ভাবছেন গৃহপ্রবেশের গল্প কী? রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে গৃহপ্রবেশ। কোনো গ্রাম বাংলার গল্প নয়, বরং প্রোমোর থেকে যে আভাস মিলেছে, তা ইঙ্গিত করছে অজানা অচেনা নিউ ইয়র্ক শহরে এসে মহাফ্যাঁসাদে পড়েছে ঊষসী। এমনকী তার ব্যাগ পর্যন্ত ছিনতাই করে পালায় চোর। যে ব্যাগে রয়েছে পাসপোর্ট, টাকা-পয়স। আর এই বিপদে নায়িকাকে উদ্ধার করে, তারই পূর্বপরিচিত, আদৃতদা ওরফে সুস্মিত। আগে কী হয় সেটা জানতে দেখতে হবে সিরিয়ালটি।
টিভিতে কবে দেখা যাবে?
জানা গিয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে এই মেগায় সম্প্রচার শুরু হবে। অর্থাৎ, আগামী সোমবার থেকে আর দেখা যাবে না চিনি। চিনি বন্ধ হওয়ার পর সোমবার থেকে রাত ১০টতেই সম্প্রচারিত হবে রোশনাই। এদিকে এই রোশনাই সিরিয়ালেও সম্প্রতি মুখ বদল হয়েছে। অনুষ্কা গোস্বামীর জায়গায় তিয়াসা লেপচাকে দেখা যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |