পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই টিভির পর্দায় সম্প্রচারিত হওয়া সিরিয়াল থেকে শুরু করে নানা রিয়েলিটি শো। মেগার মতোই বিভিন্ন গেম শো বা গান ও নাচের অনুষ্ঠান দেখতে বেশ ভালো লাগে সকলেরই। তাছাড়া এক দশকেরও বেশি সময় ধরে ‘দিদি নাম্বার ওয়ান’ চলছে রমরমিয়ে। তবে এবার নয়া রিলেলিটি শো নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, নাম ‘লাখ টাকার লক্ষীলাভ’।
আসছে নতুন রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষীলাভ’
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় সান বাংলায় শুরু হতে চলেছে রিয়েলিটি গেম শো ‘লাখ টাকার লক্ষীলাভ’। এই শোয়ের মাধ্যমে বাংলার ঘরের মেয়ে বউদের কাহিনী তুলে ধরা হবে। হাজারো বাধা বিপত্তি সত্ত্বেও কিভাবে মেয়েরা নিজেদের স্বপ্ন পাইরোন করেন সেই কাহিনী তুলে ধরা হবে। তাছাড়া নাম থেকেই বোঝা যাচ্ছে এই শোতে এসে প্রতিযোগীরা লক্ষ টাকার পুরস্কার জিতে নিতে পারবেন। তাই সকলেই শো দেখার জন্য বেশ উৎসাহী। একইসাথে যদি একবার অংশগ্রহণ করা যায় তাহলে তো আর কথাই নেই! লক্ষ টাকা জেতার সুযোগ কি আর কেউ হাতছাড়া করতে চায় নাকি!
কিভাবে নাম দেবেন অডিশনে?
আপনিও এই সুদীপ্তার এই গেম শোতে যেতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর। ইতিমধ্যেই নতুন শোয়ের জন্য অডিশন পর্ব শুরু হয়েছে। চাইলে অডিশন দিয়ে নিজের গেম শোতে যাওয়ার রাস্তা পাকা করে আসতেই পারেন। এবার প্রশ্ন হল কোথায় হচ্ছে অডিশন? আর কি করেই বা যাবেন?
সম্প্রতি সান বাংলা চ্যানেলের পক্ষ থেকে অডিশনের দিনক্ষণ ও স্থান জানানো হয়েছে। আগামী ২৩ শে জানুয়ারি থেকে শুরু করে ২৬ শে জানুয়ারি পর্যন্ত বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মাঠেই চলবে অডিশন। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত অডিশন চলবে। এই সময়ের মধ্যে যখন খুশি গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখে নিতে পারেন। অডিশন দেওয়ার সময় আবেদনকারীদের অবশ্যই একটি কালার পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে। এছাড়া আলাদা করে তেমন কোনো কাগজপত্র লাগছে না। আর এই অডিশনের জন্য আলাদা করে কোনো চার্জও দিতে হবে না।
আরও পড়ুনঃ দিঘায় ঘুরতে গিয়ে হোটেলে খাচ্ছেন? যা পাওয়া গেল একাধিক হেঁশেলে! শুনে বমি করে দেবেন
প্রসঙ্গত, এই শো আসার খবর প্রচার হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে ‘দিদি নাম্বার ১’কে টেক্কা দিতে চলেছে ‘লাখ টাকার লক্ষীলাভ’। এমনকি অনেকেই সুদীপ্তকে ‘দিদি নাম্বার ২’ বলেও আখ্যা দিতে শুরু করেছেন। এই প্রসঙ্গে সুদীপ্তা জানান, ‘একটা শো যখন আসছে ততক্ষন কাজটা আমি মন দিয়ে করার মত চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমায় দিদি বলে ডাকলে খারাপ ভাবিনা। ওঁরা আমায় ভালোবাসেন, আমার কাজকে সন্মান জানিয়ে ডাকেন। আর নাম্বারিং-এ আমি বিশ্বাসী নই’।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |