ছবি পিছু নেন ২৭৫ কোটি টাকা! জানেন থালাপতি বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ কত?

Published:

Vijay Thalapathy Thalapathy Vijay Net Worth
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি (Vijay Thalapathy) এখন শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, বরং রাজনীতির মঞ্চেও নিজের নাম লিখিয়ে ফেলেছে। একসময় যিনি একের পর এক সুপারহিট ছবি দিয়ে কোটি কোটি ভক্তদের মন জয় করতেন, সেই অভিনেতা এখন সম্পূর্ণ রাজনীতিতে পা রেখেছেন। সম্প্রতি তাঁর জনসভায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় 39 জন প্রাণ হারিয়েছে। এরপর আবারও আলোচনার শিরোনামে তিনি। উল্লেখ্য, এই ঘটনার কিছুদিন আগেই তিনি তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগম (TVK) এর ঘোষণা করেছিলেন।

কে এই বিজয় থালাপতি?

জানিয়ে রাখি, 1974 সালের 22 জুন জোসেফ বিজয় চন্দ্রশেখর জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমরা থালাপতি বিজয় নামেই চিনি। তার বাবা এস. এ. চন্দ্রশেখর একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ছিলেন, আর মা শোভা চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় গায়িকা। ছোট থেকেই অভিনয়ের প্রতি তাঁর টান ছিল। মাত্র 10 বছর বয়সেই ‘ভেত্রি’ (1984) ছবির মাধ্যমে তিনি অভিনয় যাত্রা শুরু করেন। এরপর একে একে কুটুমবাম কুডুম্বম (1984), বাসন্তা রাগম (1986), ছবি দিয়ে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।

প্রসঙ্গত, তিনি নান সিগাপ্পু মনিধান (1985) রজনীকান্তের সঙ্গেও কাজ করেছেন। কিন্তু নায়ক হিসেবে বড় পর্দায় 1992 সালে তিনি অভিষেক করেন নালাইয়া থীর্পু ছবির মাধ্যমে। তারপর সেন্থুরাপান্ডি, রাসিগান, দেবা থেকে শুরু করে একের পর এক ছবি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন থালাপতি বিজয়।

একের পর এক বিরাট সাফল্য

2003 সালে মুক্তি পাওয়া থিরুমালাই ছবি বিজয় থালাপতির মোড় ঘুরিয়ে দেয়। ছবিটি শুধুমাত্র ব্লকবাস্টার হয়নি, বরং সে সময় দেশীয় বক্স অফিসে 50 কোটি টাকার বেশি আয় করে রেকর্ড তৈরি করেছিল। এরপর থেকেই প্রায় এক দশক পর একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকেন তিনি। উল্লেখ্য, বিজয় থালাপতি দক্ষিণ ভারতের প্রথম অভিনেতা, যিনি টানা নয়টি হিট ছবি উপহার দিয়েছিলেন। তাঁর ছবির জন্য বক্স অফিসের সামনে পড়তে দীর্ঘ লাইন, আর ভক্তদের উন্মাদনা সিনেমা হলে তো থাকতই।

সিনেমা পিছু 275 কোটি টাকা চার্জ

জানিয়ে রাখি, বিজয় থালাপতি ভারতের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে, তিনি তাঁর আসন্ন ছবি ‘থালাপতি 69’ এর জন্যই 275 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এমনকি অন্যান্য ছবি পিছু 200 কোটি টাকার বেশি করে পারিশ্রমিক নেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুনঃ দেবের রঘু ডাকাতকে জোর টেক্কা রক্তবীজ ২-র! চারদিনের বক্স অফিস কালেকশনে কে এগিয়ে?

বিজয় থালাপতির মোট সম্পত্তির পরিমাণ কত?

নিউজ 24 এর একটি রিপোর্ট অনুযায়ী, 2024 সালের হিসাবে দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেতা অর্থাৎ বিজয় থালাপতির বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ 600 কোটি টাকার উপরে। এমনকি আয়ের দিক থেকে তিনি দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের প্রতিদ্বন্দ্বী। এক রিপোর্ট অনুযায়ী, বিজয়ের বার্ষিক আয় 120 কোটি থেকে 150 কোটি টাকার বেশি। এমনকি ব্র্যান্ড থেকেও তিনি বার্ষিক 10 থেকে 12 কোটি টাকা আয় করেন। পাশাপাশি আরও কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, অভিনেতার তিরুপুরুর, তিরুমাঝিসাই, তিরুভাল্লুর এবং ভান্ডালুরে বেশ কিছু অস্থাবর সম্পত্তি রয়েছে, যেগুলির দাম 1 কোটি 20 লক্ষ টাকা মার্কিন ডলারেরও বেশি।

গুরুত্বপূর্ণ খবর
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join