প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে বিনোদন জগতে অস্তিত্ব টিকিয়ে রাখতে ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ করা হয় টিআরপির মাধ্যমে। সেই কারণেই তো কোনও ধারাবাহিক শুটিং শুরুর একমাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে তো কখনও আবার ছয় মাসের মাথায়। আর তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন তারকারাও। তবে এবার পুরনো ধারাবাহিক নয় একেবারে নতুন তিন তিনটে ধারাবাহিকের শুটিং বন্ধের (Serial Shooting Postponed) মুখে বসতে চলছে। যা শুনে মাথায় হাত প্রযোজকদের।
TRP-র কোপে একাধিক ধারাবাহিক!
বিগত ১ মাস ধরে IPL এর চক্করে, মেগা সিরিয়ালের টিআরপি অনেকটাই কম হচ্ছে। একদমই ছক্কা হাতাতে পারছে না জনপ্রিয় বাংলা ধারাবাহিকগুলিও। শুধু কি তাই, একসময় যেই ধারাবাহিক সপ্তাহের পর সপ্তাহ বেঙ্গল টপার হত, সেই ধারাবাহিকও এখন ঘোরাঘুরি করছে তালিকার ৬-এর কোঠায়। তারওপর কম টিআরপি থাকায় ২-৩ মাসেও বন্ধ করা হচ্ছে মেগা ধারাবাহিক। যার মধ্যে অন্যতম হল জি বাংলার নয়া ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা। TRP কম থাকায় এই ধারাবাহিকের গল্প শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছে। আর এই আবহে ফের প্রযোজক-ফেডারেশন এর দ্বন্দ্বের মুখে পড়ল ৩ নয়া ধারাবাহিকের শুটিং।
বন্ধ ৩ নয়া ধারাবাহিকের শুটিং
জানা গিয়েছে TRP-র কোপে শুটিং বন্ধের মুখে নয়া তিন ধারাবাহিক। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যে টিভির পর্দায় সম্প্রচারিত হলেও এখনই শুটিংশুরু হচ্ছে না জি বাংলার ‘দাদামণি’ ও ‘কুসুম’ এবং স্টার জলসার ‘রাণী ভবানী’ ধারাবাহিক। সম্প্রতি সেই কারণও প্রকাশ্যে এসেছে, আর সেই সূত্রেই জানা গিয়েছে যে, টেকনিশিয়ানদের দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধি হয়নি। তাই প্রতিবাদ স্বরূপ এখনই তারা নতুন মেগার কাজ শুরু করবে না। এদিকে এই তিন ধারাবাহিকের মধ্যে ‘কুসুম’ এর স্লট ঘোষণা করা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন ধারাবাহিকের সম্প্রচার ঠিক সময় না হলে মুশকিল হবে।
আরও পড়ুন: শুরু প্রাক-বর্ষার বৃষ্টি, শক্তি ঘনাচ্ছে নিম্নচাপ, একটু পরেই ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা
কবে শুরু হবে কাজ?
অন্যদিকে ‘দাদামণি’ ও ‘রাণী ভবানী’র প্রোমো সম্প্রচার হলেও স্লট নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে সেক্ষেত্রে চিন্তার কিছু নেই কারণ দর্শকদের বিনোদনের অভাব হতে দেবে না চ্যানেল কর্তৃপক্ষ। তাই সেই সময়ে পুরোনো মেগাগুলির শ্যুটিং চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যাচ্ছে যে, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ানদের ফেডারেশন, সব পক্ষ মিলে আলোচনা করে নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এই ৩ মেগার কাজ শুরু হবে।
এদিকে দাদামণি’ ধারাবাহিকের হত ধরে এবার জি বাংলায় কাজ শুরু করছেন প্রতীক সেন। অন্যদিকে ‘রাণী ভবানী’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় আসছে রাজনন্দিনী পাল। সেক্ষেত্রে শুরুতেই এমন ধাক্কা রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।