সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজোর মুখে মুক্তি পেয়েছে দেবের ‘রঘু ডাকাত’। একইদিনে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ ২’। ফলে পুজোর সময়ে যে সিনেমা দুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা জানাই ছিল। আর হলও তাই। বক্স অফিসে কালেকশন (Raghu Dakat Box Office Collection) নিয়ে তীব্র হয়েছে লড়াই। দর্শক দুটি সিনেমাই পছন্দ করেছেন। তবে আজকের এই আর্টিকেলে কথা হবে দুটি সিনেমা তৃতীয় দিনে কত টাকা আয় করল সে ব্যাপারে। দেবের রঘু ডাকাত নাকি রক্তবীজ ২, কে এগিয়ে জানতে ইচ্ছুক থাকলে চোখ রাখুন লেখাটির ওপর।
বক্স অফিসে ঝড় তুলেছে ‘রক্তবীজ ২’ ও ‘রঘু ডাকাত’
রিপোর্ট অনুসারে, ধ্রুব ব্যানার্জির ‘রঘু ডাকাত’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এতে অভিনয় করেছেন বাঙালি সুপারস্টার দেব, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং রূপা গাঙ্গুলি। ছবিটি সেই সময়ের গল্প বলে, যখন দেশ দাসত্বের অধীনে ছিল। এতে একজন যোদ্ধা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে।
এ ছাড়া নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘রক্তবীজ ২’ও খবরে রয়েছে। ছবিতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি এবং কৌশানি মুখার্জির মতো অভিনেতারা। ছবিটি একজন জঙ্গির গল্প দেখানো হয়েছে যে একজন ভিআইপিকে হত্যার চেষ্টা করার সময় একজন গোয়েন্দা অফিসের মুখোমুখি হয়। এরপর সিনেমা নিজের ছন্দে এগোতে থাকে। সিনেমায় রয়েছে একের পর এক ট্যুইস্ট যা আপনাকে হলের সিটে বসে থাকতে বাধ্য করবে। তবে দুটি সিনেমা গত তিনদিন মিলিয়ে কত টাকা আয় করল জানেন?
দুটি সিনেমার মোট আয় কত?
Sacnilk-এর তথ্য অনুযায়ী, সব মিলিয়ে তিন দিনে ‘রঘু ডাকাত’-এর আয় প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। অন্যদিকে, ‘রক্তবীজ ২’ -এর তিন দিনের আয় প্রায় ৭৩ লক্ষ টাকা। তৃতীয় দিনে দেবের ছবি ৫০ লক্ষ টাকা ঘরে তুলেছে। অন্যদিকে, প্রথম ও দ্বিতীয় দিনের থেকে আয় অনেকটাই বেড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’-এর। ‘রক্তবীজ ২’ তৃতীয় দিনে বক্সঅফিসে ৩৪ লক্ষ টাকা আয় করেছে।
মুক্তি পেয়েছে আরও কিছু সিনেমা
রক্তবীজ ২ এবং রঘু ডাকাত ছাড়াও, শুভ্রাজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিটিও মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, শ্রাবন্তী চ্যাটার্জী, সব্যসাচী চক্রবর্তী এবং দর্শনা বণিক। ছবিটি প্রেক্ষাগৃহে ভালো সাড়া পেয়েছে। ‘দেবী চৌধুরানী’ হল ১৮৮৪ সালে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘বন্দে মাতরম’-এর রূপায়ণ।
আরও পড়ুনঃ ৫ বছরের সন্তান ও স্বামীকে ফেলে ননদের সঙ্গে পালাল বৌদি
এছাড়াও,’যত কাণ্ড কলকাতাতেই’ নামে একটি ছবিও মুক্তি পেয়েছে। অনিক দত্ত পরিচালিত এটি সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ছবিতে একজন তরুণী তার পরিবারকে খুঁজে বের করার দায়িত্ব দেন। তিনি একজন গোয়েন্দাকে তাদের খুঁজে বের করার দায়িত্ব দেন। ছবিতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, কাজী নওশাবা আহমেদ, রোজা পারমিতা দে এবং দুলাল লাহিড়ী।