সহেলি মিত্র, কলকাতাঃ যার শুরু আছে তার শেষ আছে, এই কথাটা আমরা সবাই জানি। এই কথাটি প্রযোজ্য হয় বাংলা সিরিয়ালগুলির ক্ষেত্রেও। প্রতি বছর টিভি চ্যানেলগুলিতে নানা সিরিয়াল আসছে। যেগুলির টিআরপি ভালো থাকে সেগুলি চলে, আর যেগুলির টিআরপি ভালো না সেগুলি কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার স্টার জলসার একটি সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে। বেশ কিছুটা সময় ধরে এই মেগা চলেছিল, কিন্তু ওই যে টিআরপিই শেষ কথা বলেছে। ফলে মে মাসের শুরুর দিকে হবে শেষ শ্যুটিং। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা
আজ যে মেগাটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটির আয়ু মাত্র ৭ মাস। শুরু হওয়া থেকেই বেশ পছন্দ করছিলেন দর্শকরা। তারপরেও টিআরপি তালিকায় তেমন সাড়া ফেলতে পারেনি সিরিয়ালটি। ফলে যা হওয়ার তাই হল। অকালে শেষ হচ্ছে মেগা। এখন নিশ্চয়ই ভাবছেন যে মাত্র ৭ মাসের মাথায় স্টার জলসার কোন মেগা বন্ধ হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, মে মাসে শেষ হতে চলেছে ‘দুই শালিক। (Dui Shalik)’
মন খারাপ দর্শকদের
দুই শালিক সিরিয়ালটিতে আঁখি ও ঝিলিক নামের দুই যমজ বোনের গল্প তুলে ধরা হয়। দুই বোনের জীবন সংগ্রামের গল্প, কীভাবে তাঁরা একে অপরকে সাহায্য করবে, খলনায়কদের সব প্ল্যান ভেস্তে দেবে সেটাই দেখানো হয়েছে। বর্তমানে টেলিভিশন দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় এক নাম হল এই দুই শালিক।
আরও পড়ুনঃ তিনতলা-চারতলায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দিচ্ছে না ডেলিভারিম্যান? জানুন সব নিয়মকানুন
জানা যায়, প্রথম থেকেই টিআরপিতে দাপিয়ে বেড়ালেও গ্রীষ্মের দিন হওয়ায় সন্ধ্যার সিরিয়াল হিসেবে টিআরপি কমছে। যার ফলে ৭ মাসেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। হঠাৎই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, আগামী ১০ মে শেষ হবে শুটিং। এদিকে সিরিয়ালটি এত দ্রুত যে শেষ হবে সেটা কেউ ভাবতেও পারেনি, ফলে মন খারাপ অনেকের। জানা যাচ্ছে, এই মেগার জায়গায় সম্প্রচারিত হবে ‘বুলেট সরোজিনী’। তবে আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |