সহেলি মিত্র, কলকাতাঃ কথাতেই আছে, রাখে হরি তো মারে কে। আর এই কথাটা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল বিখ্যাত বাঙালি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতায় ফেরার পথে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জয়জিৎ ও তাঁর পরিবার (Joyjit Banerjee Accident )। ভাইজ্যাগ থেকে ফেরার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর।
দুর্ঘটনার কবলে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়!
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়… একজন অতি পরিচিত মুখ রুপোলী পর্দার। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। তিনি যে ছেলে, বাবা ও মাকে নিয়ে পুরী, ভাইজ্যাগ ঘুরতে গিয়েছেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাঁদের ভ্রমণের বহু ছবি প্রায় প্রতিদিনই ফেসবুকে আপলোড করেছেন অভিনেতা। তবে শনিবার তাল কাটল জয়জিতের একটি ফেসবুক পোস্ট ঘিরে। তিনি জানালেন কীভাবে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন তিনি ও তাঁর পরিবার।
তিনি জানান, হাইওয়ে দিয়ে ফিরছিলেন যখন, পাশে থাকা একটি লড়ি আচমকাই তাঁদের গাড়িকে চেপে দেয়। দুটি গাড়ির স্পিড বেশ ভালোই ছিল। তবে বরাত জোরে সামান্য চোট লাগলেও, বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সকলেই এখন ভালো আছেন। এরপর স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে যায়। যদিও শেষমেষ সেই পোস্ট ফেসবুক থেকে মুছে দেন অভিনেতা এবং পরে মজার সুরে অপর একটি ফেসবুক পোস্ট করেন।
কী বললেন অভিনেতা?
অভিনেতা লেখেন, ‘যা বুঝলাম আমার নামের আগে late লাগতে late আছে। অ্যাক্সিডেন্টের পোস্ট টা মুছে দিয়েছিলাম তার কারণ প্রচুর ফোন আসছিলো আমাদের ভালোবাসার মানুষদের থেকে। তখন অনেক গুলো গুরুত্বপূর্ণ কাজ ছিল। সব্বাইকে অন্তর থেকে।’