দীর্ঘদিন অসুস্থ, এবার রাঙামতি থেকে মধুরিমাকে সরাচ্ছে স্টার জলসা? ‘চিন্তায় মাথা ঘুরছে’ অভিনেত্রীর

Published on:

rangamati tirandaj

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার টলিউড থেকে উঠে আসছে খারাপ খবর। গুরুতর অসুস্থ হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী। তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে। এখন নিশ্চয়ই ভাবছেন কার কথা হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, সেই অভিনেত্রী হলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ মধুরিমা চক্রবর্তী। হ্যাঁ ঠিকই শুনেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয়। বর্তমান সময়ে তার কিছু পোস্ট ঘিরে তার অনুরাগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কারণ অভিনেত্রী গুরুতর অসুস্থ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গুরুতর অসুস্থ অভিনেত্রী

মধুরিমা চক্রবর্তী (Madhurima Chakraborty) বর্তমানে তাকে দেখা যাচ্ছিল স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘রাঙামতি তীরন্দাজ’-এ। এর আগে তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই অপর একটি সিরিয়াল বধুয়ায়। সেই মেগাতে তিনি যথেষ্ট নজর কেড়েছেন। তার আগে টুকটাক কিছু সিরিয়ালে অভিনয় করতেও তাকে দেখা গিয়েছিল। তবে বধুয়া সিরিয়ালের মাধ্যমে তিনি সকলের মনে এক আলাদা জায়গা করে নিয়েছেন। কয়েকদিন আগেই নিজের Instagram প্রোফাইলে মধুরিমা বেশ কিছু ছবি শেয়ার করেন। আর এই ছবি দেখে চোখ কপালে ওঠে সকলের।

ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর চলছে স্যালাইন থেকে শুরু করে রক্ত দেওয়ার কাজও। ইতিমধ্যে প্রতিমুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে অভিনেত্রীর ঠিক কী হয়েছে? এবার নিজেই জানালেন সেই কথা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী হয়েছে অভিনেত্রীর?

অভিনেত্রী জানিয়েছেন, ‘অনেকটা রক্তক্ষরণ হওয়ায় দুর্বল হয়ে গিয়েছি। হাসপাতালে আরও কিছুদিন থাকতে হবে বলেই চিকিৎসকরা জানিয়েছেন। এই অবস্থায় কিছু করার নেই। আমি প্রযোজককে আমার তরফে যেটা জানানোর জানিয়ে দিয়েছি।’ এদিকে অনেকে এও প্রশ্ন তুলতে শুরু করেছেন, অভিনেত্রী কি রাঙামতি তিরন্দাজ ছাড়ছেন? কবেই বা শুটিং ফ্লোরে ফিরবেন? তাঁর জায়গায় অন্য অভিনেত্রী আসছেন নাকি এই প্রশ্নের উত্তরে মধুরিমা বলেন, ‘অভিনেতারা একটা চরিত্রকে লালন করেন। ভালোবেসে তৈরি করেন। আমার জায়গায় যিনি আসবে তিনি চরিত্রটা কেমন করবেন সেটাই ভাবছি। সেই চিন্তাই মাথা ঘুরছে। খুবই খারাপ লাগছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group