সিন্ডিকেট রাজ, কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিউড শিল্পীর! সুইসাইড নোটে কালপ্রিটদের নাম

Published on:

tollywood

কলকাতা, শ্বেতা মিত্রঃ টলিউডে ফের একবার বড় ঘটনা ঘটে গেল। কাজ না পেয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন এক জনপ্রিয় কেশসজ্জা শিল্পী। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা ঘটবে। এদিকে এহেন ঘটনার পর থেকেই নতুন করে টলিউডের অন্তরের এক গভীর ষড়যন্ত্রের তত্ত্ব প্রকাশ্যে উঠে এলো। আজ রবিবার সকালে এক বিস্ফোরক ফেসবুক পোস্ট করেন বিখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আর রুদ্রনীল ঘোষ যা লিখেন তা দেখে রীতিমতো চমকে গিয়েছে গোটা বাংলা। তিনি লিখেছেন আত্মহত্যা করলেন টলিউডের বিখ্যাত কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস।

আত্মহত্যা করলেন টলিউডের বিখ্যাত কেশসজ্জা শিল্পী

WhatsApp Community Join Now

হ্যাঁ ঠিকই শুনেছেন, দীর্ঘ কয়েক মাস যোগ্যতা থাকা সত্ত্বেও টলিউডে কাল না পেয়ে শেষমেষ আত্মহননের চেষ্টা করলেন তনুশ্রী দাস। এই নিয়ে তিনি ইতিমধ্যে একটি সুসাইড নোট রেখে গিয়েছেন সকলের উদ্দেশ্যে। আর সোসাইড দেখে চমকে উঠেছেন সকলে। এই সুসাইড নোটটি শেয়ার করেছেন খোদ রুদ্রনীল ঘোষও। সেই সঙ্গে তিনি টলিউডের অন্তরের এক কালো অধ্যায়ের দিকও তুলে ধরেছেন।

কী লিখলেন রুদ্রনীল ঘোষ?

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে নিজের ফেসবুক ওয়ালে রুদ্রনীল ঘোষ কী লিখেছেন? তাহলে জানিয়ে রাখি, রুদ্রনীল ঘোষ লিখেছেন, ‘টলিউডের বিখ্যাত কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস আত্মহত্যার পথ বাছলেন কাজ না পেয়ে। যদিও ঈশ্বরের আশীর্বাদে তিনি বেঁচে গিয়েছেন। টলিউডের তালিবানি ‘সন্দীপ ঘোষ’ নাটের গুরু।’

সুইসাইড নোট উদ্ধার

এদিকে তনুশ্রী দাসের একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এই নোটে তিনি লিখেছেন, ”আমি তনুশ্রী দাস সিনে এন্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট এসোসিয়েশনে কাজ করি। ১মে থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল। তিন মাস তারপরের ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছিলো না। আমি আমার পরিবারের দায়িত্ব পালন করতে পারছিলাম না। তাই আমি সুইসাইড করতে বাধ্য হচ্ছি। তার জন্য আমার গিল্ড-র কমিটি মেম্বাররা দায়ী। তাঁদের নাম হল জয়শ্রী দাস, বীনা মন্ডল, যবি রায়, মুন্না সামন্ত, রুনা মজুমদার, পারমিতা ঘোষ, মহুয়া জানা, পিঙ্কি সাহা, শর্মিষ্ঠা মাঝি, সন্তোষী সাহা।’

সঙ্গে থাকুন ➥