শুরুর আগেই টুইস্ট! ‘তোমাকে ভালোবেসে’তে দিতিপ্রিয়ার নায়ক বদলে দিল Zee Bangla

Published on:

zee bangla new serial tomake bhalobese hero changed

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের বিনোদনের জন্য টেলিভিশনের পর্দায় নানা গল্পের মেগা সম্প্রচারিত হয়। তবে সম্প্রতি Zee Bangla-র পর্দায় একটি নতুন মেগা আসার খবরে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন সকলে। কারণ দীর্ঘদিন পর এই সিরিয়ালের হাত থরেই পর্দায় ফিরছেন ‘রানীমা’ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘তোমাকে ভালোবেসে’ (Tomake Bhalobese) এর কথাই বলছি। কিন্তু শুরুর আগেই খারাপ খবর রইল দর্শকদের জন্য।

শুরু আগেই নায়ক বদল ‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালে

WhatsApp Community Join Now

ইতিমধ্যেই নতুন মেগার জন্য লুক সেট হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। দিতিপ্রিয়ার বিপরীতে ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত রাহুল মজুমদারকে দেখা যাবে বলেই ভাবছিলেন সকলে। এই খবরের সত্যতা যাচাইয়ের জন্য সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় নায়কের সাথে। তখন তিনি জানান, লুক সেট হলেও বর্তমানে তিনি সিরিয়ালটি থেকেই সরে দাঁড়িয়েছেন।

কেন সিরিয়াল ছাড়লেন রাহুল?

স্বাভাবিকভাবেই এমন একটা কথা শোনার পর মনে প্রশ্ন জাগে কেন সিরিয়ালটি ছেড়ে দিলেন অভিনেতা? উত্তরে জানা যাচ্ছে, ধারাবাহিকের কাজ শুরু হতে বেশ কিছুটা দেরি হচ্ছিল। এদিকে অভিনেতা সেলিব্রিটি ক্রিকেট লিগ বা CCL এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাই আপাতত সিরিয়ালটিতে অভিনয়ে থেকে নিজেকে বিরত রাখছেন রাহুল। বর্তমানে তিনি খেলার উপর ফোকাস করতে চাইছেন।

অবশ্য আরও একটি কারণ রয়েছে বলে জানা যাচ্ছে। অভিনেতার মতে, ষ্টার জলসার সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। চুক্তি শেষ হয়েছে ঠিকই তবে ভালোবাসাটা রয়েই গেছে। তাই সব মিলিয়ে আপাতত মেগা থেকে সরে দাঁড়ালেন তিনি। তবে ‘তোমায় ভালোবেসে’ এর গল্প যে দুর্দান্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে দিতিপ্রিয়া সহ গোটা টিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালের কাহিনী

ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে নতুন মেগার প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, আকাশে হেলিকপ্টার দেখে জোরে জোরে সাইকেল চালাচ্ছেন দিতিপ্রিয়া। শেষে তাঁর মুখেই শোনা গেল, ‘ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে’। তবে নায়িকার দেখা মিললেও নায়কের দেখা মেলেনি। এখন অপেক্ষা দিতিপ্রিয়ার বিপরীতে কাকে দেখা যাবে তা প্রকাশ্যে আসার।

সঙ্গে থাকুন ➥
X