শ্বেতা মিত্র, কলকাতাঃ কোন সিরিয়াল কত ভালো ফল করবে সেটা জানা যায় প্রতি বৃহস্পতিবার। প্রতিটি পরীক্ষার যেমন ফলাফল বেরোয় ঠিক তেমনই প্রতিটি বাংলা সিরিয়ালগুলিরও রেজাল্ট বেরোয় লক্ষ্মীবারে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। প্রতি সপ্তাহে কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে সেটা জানার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন বাংলার দর্শকরা। কয়েকদিন আগেই শেষ হয়েছে উৎসবের মরসুম। এদিকে উৎসবের মরসুম থাকুক বা না থাকুক সিরিয়াল দেখার আগ্রহ কিন্তু সাধারণ মানুষের একটুও কমেনি। বরং যত দিন যাচ্ছে ততই বাংলা সিরিয়াল গুলির জনপ্রিয়তা হু হু করে বেড়েই চলেছে।
যাইহোক, চলতি সপ্তাহে কোন সিরিয়াল বা কোন বাংলা চ্যানেল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল তা জানার জন্য কি আপনিও আগ্রহী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?
লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি (Target rating point) তালিকায়৷ বেশ কিছু বাংলা চ্যানেল থাকলেও বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর থাকে Zee Bangla এবং Star Jalsha-তে। জানলে অবাক হবেন, চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে জি বাংলার মেগা। জানেন কি কোন সিরিয়াল? তাহলে জানিয়ে রাখি, চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে জি বাংলার ফুলকি। হ্যাঁ ঠিকই শুনেছেন। ৭. ৭ রেটিংস পেয়ে ফুলকি বেঙ্গল টপার হয়েছে, যা কিনা রেকর্ড।
বাকি সিরিয়ালগুলির অবস্থা কেমন
দ্বিতীয়- জগদ্ধাত্রী, ৭. ০
তৃতীয়- গীতা LLB, ৬. ৭
চতুর্থ- নিম ফুলের মধু, কথা ৬. ৬।
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে ৬. ৪.
ষষ্ঠ- উড়ান, ৬. ১।
সপ্তম- আনন্দী, রোশনাই ৫. ৮।
অষ্টম- শুভ বিবাহ, ৫. ৭।
নবম- রাঙ্গামতি তীরন্দাজ ৫. ৩।
দশম- তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল(15min) ৫. ২।
নন ফিকশন
রান্নাঘর 0.8
দিদি No.1 S9 2.8
দিদি No.1 S9 Sunday 3.7 | Jalsha Fictions 5.4
SRGMP 4.4 | Sunday Fictions 3.4
জল নূপুর 1.2 & 1.6।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |