এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর এই দিনটি সিরিয়াল প্রেমী থেকে শুরু করে বাংলা চ্যানেলগুলির কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার আসা মানেই হল বাংলা সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন শো-এর ভাগ্য নির্ধারণ হওয়ার দিন।
টিআরপি তালিকায় পরিবর্তন
বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্টে বিরাট চমক দেখা গিয়েছে। গত সপ্তাহে টিআরপি লিস্টে সকলকে চমকে দিয়ে ওপরের দিকে উঠে কামাল দেখিয়েছিল স্টার জলসা। তবে ফের একবার ভুরি ভুরি শেষ হল জলসার। এই সপ্তাহে ফের একবার টপার হল জি বাংলা।
কে হল বেঙ্গল টপার
আপনিও কি সিরিয়াল প্রেমী? আপনিও কি জানার জন্য মুখিয়ে রয়েছেন যে এই সপ্তাহে বেঙ্গল টপার কোন সিরিয়াল হল? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই তকমা ফের ছিনিয়ে নিল জি বাংলার নিম ফুলের মধু। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই মেগায় এখন নতুন ট্যুইস্ট এসেছে। স্মৃতি হারিয়ে ফের একবার সে নিজের শ্বশুরবাড়িতে উঠেছে। ছাদ থেকে মৌমিতা ঠেলে ফেলে দিয়েছিল পর্ণাকে। যে কারণে পর্ণার স্মৃতি হারিয়ে যায়। যাইহোক, এখন এই সিরিয়ালে নতুন কিছু দৃশ্যের দেখা মিলছে। এবারে এই সিরিয়ালের ঝুলিতে রয়েছে ৬.৯ রেটিংস।
বাকি সিরিয়ালগুলির কী অবস্থা দেখুন
৬.৫ রেটিংস পেয়ে দ্বিতীয় ফুলকি ।
৬.৩ রেটিংস পেয়ে তৃতীয় কথা ।
৬.২ রেটিংস পেয়ে যৌথ চতুর্থ হয়েছে কোন গোপনে মন ভেসেছে/ গীতা এলএলবি ।
৫.৯ রেটিংস পেয়ে পঞ্চম জগদ্ধাত্রী ।
৫.৩ রেটিংস পেয়ে ষষ্ঠ অনুরাগের ছোয়া ।
৫.২ রেটিংস পেয়ে সপ্তম বঁধূয়া ।
৪.৮ রেটিংস পেয়ে অষ্টম জল থই থই ভালোবাসা।
৪.৫ রেটিংস পেয়ে নবম রোশনাই।
৪.৪ রেটিংস পেয়ে দশম আলোর কোলে।