ফুলকি, পর্ণার মধ্যে তুমুল যুদ্ধ, TRP-তে ভেলকি দেখাচ্ছে গীতাও! এবার বেঙ্গল টপার কে?

Published on:

geeta phulki parna trp list

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার বাংলা সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণ হল। নতুন করে প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি (Target rating point) তালিকা। এমনিতে প্রতি বৃহস্পতিবার করে TRP তালিকা প্রকাশ পায়। তবে এবারে একটু ব্যতিক্রম হল। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই বাংলা সিরিয়ালগুলির রেজাল্ট প্রকাশ্যে এল। আর এই তালিকা প্রকাশ্যে আসতেই সকলের চোখ রীতিমতো কপালে উঠে গিয়েছে। আপনিও কি সিরিয়াল দেখতে পছন্দ করেন? জানতে ইচ্ছুক যে এই সপ্তাহে কোন সিরিয়াল বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে গেল? জানতে হলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

প্রকাশ্যে TRP তালিকা | TRP List |

এমনিতে বিগত বেশ কিছু সময় ধরে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হচ্ছে। কখনও জি বাংলা তো আবার কখনও স্টার জলসা, কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে সেই নিয়ে লড়াই চলে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। জানলে অবাক হবেন, বেশ কিছু সময় পর নতুন করে বাজিমাত করল জি বাংলা। সর্বোপরি, স্টার জলসাকে পেছনে ফেলে জি বাংলার দুইটি মেগা বেঙ্গল টপার হল।

হ্যাঁ ঠিকই শুনেছেন।নিশ্চয়ই ভাবছেন যে এই সপ্তাহে কোন দুটি সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে? তাহলে জানিয়ে রাখি, ৭.৭ রেটিংস পেয়ে এবারে শেষ হাসি হাসল ফুলকি ও নিম ফুলের মধু। এই দুটি সিরিয়ালেই দেখা যাচ্ছে, গল্প বেশ কিছু বছর এগিয়ে গিয়েছে। এদিকে এই লিপ দেখে খুশি অনেকেই। তবে আবার অনেকেই আশঙ্কা করছেন যে সিরিয়ালগুলি শেষ হয়ে যাচ্ছে না?

বাকি সিরিয়ালগুলির স্থান কততে জানুন

দ্বিতীয়- কথা, গীতা LLB ৭.১।
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী ৬.৯।
চতুর্থ- শুভ বিবাহ ৬.১।
পঞ্চম- উড়ান, রোশনাই ৫.৯।
ষষ্ঠ- আনন্দী, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল ৫.৭।
সপ্তম – রাঙ্গামতি তীরন্দাজ, ডায়মন্ড দিদি জিন্দাবাদ ৫.৬।
অষ্টম- মিঠিঝোরা (45 min) ৪.৫।
নবম- মালাবদল (45 min) ৩.২।
দশম- চিনি ৩.১।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

নন ফিকশন

রান্নাঘর 0.9

দিদি No.1 S9 2.6

দিদি No.1 S9 Sunday 5.1

Jalsha Sunday Fiction 6.3

SRGMP 5.2

Weekend Fiction 4.3

জল নূপুর 1.4 & 1.6।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥