শ্বেতা মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই হল বাংলা চ্যানেলগুলি থেকে শুরু করে বিনোদনপ্রেমীদের কাছে একটা গুরত্বপূর্ণ দিন। এমনিতে TRP-র হেরফের কাকে বলে তা প্রতি সপ্তাহে টের পাচ্ছেন বিনোদনপ্রেমী থেকে শুরু করে বাংলা চ্যানেলগুলি। এমনিতে যারা সিরিয়ালপ্রেমী তাঁরা বৃহস্পতিবার দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ এই লক্ষ্মীবারেই জানা যায় কোন সিরিয়াল বেঙ্গল টপার হল আবার কোন সিরিয়াল টিআরপি তালিকা থেকে ছিটকে গেল। আজও তার ব্যতিক্রম ঘটল না। এই সপ্তাহেও টিআরপি তালিকা বিরাট হেরফের লক্ষ্য করা গেল।
বেঙ্গল টপার কে হল? TRP List
আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন সিরিয়াল এই সপ্তাহে বেঙ্গল টপার হল? জি বাংলা না স্টার জলসা চলতি সপ্তাহে কোন বাংলা চ্যানেলের মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জানেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। এমনিতে বিগত কিছু সপ্তাহে ধরে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আগেও চলছিল, তবে কয়েক ধরে স্টার জলসার মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছিল। তবে এই সপ্তাহে খেলা ঘুরে গেল। জানিয়ে রাখি, চলতি সপ্তাহে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়ে গেল জি বাংলা। আর প্রথম হয়েছে ফুলকি। ৭. ২ রেটিংস নিয়ে প্রথম হল ফুলকি। বাকি কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে জেনে নিন।
বাকি সিরিয়ালগুলির অবস্থান
দ্বিতীয়- কথা, গীতা LLB ৬.৫।
তৃতীয়- নিম ফুলের মধু, ৬.৪।
চতুর্থ- জগদ্ধাত্রী ৬. ২।
পঞ্চম- উড়ান, রোশনাই, শুভ বিবাহ, ৫.৮
ষষ্ঠ- কোন গোপনে মন ভেসেছে, ৫. ৭।
সপ্তম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল, ৫. ৫।
অষ্টম- রাঙ্গামতি তীরন্দাজ, ৫. ০
নবম- তেঁতুলপাতা, ডায়মন্ড দিদি জিন্দাবাদ, ৪. ৯।
দশম- আনন্দী, ৪. ৬।
নন ফিকশন
রান্নাঘর ০. ৯।
দিদি No.1 S9 1.8
দিদি No.1 S9 Sunday 4.9
Jalsha Sunday Fiction 5.7
SRGMP 3.9 | Weekend Fiction 3.7
জল নূপুর 1.2 & 1.4।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |