কলকাতা: বৃহস্পতিবার লক্ষ্মীবার। তাছাড়া সপ্তাহের এই দিনটা বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ লক্ষ্মীবারেই জানা যায়, কোন বাংলা সিরিয়ালের টিআরপি (Target Rating Point) বেড়েছে নাকি কমেছে। বাংলা সিরিয়াল মানেই টানটান উত্তেজনা, সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে প্রেম ভালোবাসা। এখন আবার ফেব্রুয়ারি মাস, চলছে ভ্যালেন্টাইন্স উইক। টিআরপির নিরিখে এই সপ্তাহেও কড়া টক্কর চলেছে বিভিন্ন সিরিয়ালের মধ্যে। তবে সেরা হয় কোনো একটি সিরিয়াল।
প্রকাশ্যে এই সপ্তাহের টিআরপি তালিকা | This Week TRP List |
এবারেও, TRP-র বিচারে সেরা সিরিয়ালের তকমা পেয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ পরিণীতা ‘। জি বাংলার এই সিরিয়ালটি দর্শকদের মধ্যে শুরু থেকেই সাড়া জাগিয়েছে এবং দ্রুত উঠে এসেছে পয়লা নম্বরে। পারুল-রায়নের কেমিস্ট্রি বাড়ির জমে ক্ষীর। টিআরপি বাড়তে বাড়তে এখন ৮.১। সংখ্যার বিচারে এই সিরিয়ালের ধারেকাছেও নেই বাংলার অন্য কোনো ধারাবাহিক। পারুল, রায়ান ইতিমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। তবে তাদের বিয়ে হয়েছে অমতে।
ফলে বিবাহিত জীবনের শুরুটা যে খুব একটা মসৃণ নয় সেটা বলাই বাহুল্য। পারুল ইতিমধ্যে দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করেছে। তেমনই রায়ানের মনেও লেগেছে বসন্তের রঙ। মান অভিমান ভুলে রায়ান চাইছে স্ত্রীকে কাছে পেতে। প্রেমের সপ্তাহে, মানে ভ্যালেন্টাইন্স উইকেই হয়তো একে অন্যের বাহু ডোর আবদ্ধ হবে এই জুটি। কিন্তু কোনো বাধা আসবে না তো? কে বলতে পারে, হয়তো আবারো গল্প কোনো টুইস্ট!
এক নজরে দেখে নেওয়া যাক টিআরপির বিচারে সেরা ১০ বাংলা সিরিয়াল:
• পরিণীতা – ৮.১
• ফুলকি – ৭.৫
• কথা – ৭.২
• গীতা LLB – ৭.০
• জগদ্ধাত্রী – ৬.৯
• রাঙ্গামতি তিরন্দাজ – ৬.৫
• মিত্তিরবাড়ি – ৬.০
• উড়ান – ৫.৮
• আনন্দী – ৫.৫
• গৃহপ্রবেশ – ৫.২
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |