সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে দুর্গাপুজো। আর তার আগে প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালগুলোর টিআরপি লিস্ট (TRP List)। আসন্ন এই উৎসবকে ঘিরে সাজো সাজো রব চারিদিকে। চলছে শেষ মুহূর্তের শপিং। আর এই সময়ে ঘরে বসে কেই বা সিরিয়াল দেখে। ফলে যার বড়সড় প্রভাব পড়ল চলতি সপ্তাহের টিআরপি রেটিংস-এর ওপর। অন্যান্য সিরিয়ালের পাশাপাশি এই সপ্তাহে যে মেগাটি বেঙ্গল টপার হয়েছে তারও রেটিংস এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে। যাইহোক, প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও প্রকাশ পেল বাংলা সিরিয়ালগুলির টিআরপি লিস্ট। আর এবারও এই তালিকায় মিলল বিরাট চমক। বেঙ্গল টপার যে মেগাটি হয়েছে সেটি সম্পর্কে জানলে ফের একবার অবাক হবেন আপনি।
চলতি সপ্তাহের বেঙ্গল টপার কোন সিরিয়াল?
কোন সিরিয়াল ভালো বা খারাপ ফলাফল করছে তা জানা যায় প্রতি সপ্তাহের টিআরপি রেটিংস দেখে। বর্তমানে পুজোর আবহে একের পর এক মেগা সিরিয়ালে আসছে কিছু চমক। আর যেগুলি দেখে চমকে উঠছেন দর্শকরা। এক কথায় সেরার দৌড়ে টিকে থাকতে দিনের পর দিন মাসের পর মাস ধরে মেগাগুলি একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। তবে কখনও কখনও বিশেষ কোনও কারণে সেই জায়গায় শুক্রবার আসে রেটিং চার্ট। এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে। চলতি সপ্তাহে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। যদিও নতুন করে বাজিমাত করেছে স্টার জলসার এক মেগা।
নিশ্চয়ই ভাবছেন স্টার জলসার কোন মেগা চলতি সপ্তাহে টিআরপি তালিকায় টপ করল? তাহলে জানিয়ে রাখি, সেই মেগার নাম হল ‘পরশুরাম আজকের নায়ক।’ হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আগের সপ্তাহে টিআরপি তালিকার কিছুটা নিচে গেলেও এই সপ্তাহে ফের একবার সেরার তকমা উঠল মেগাটির মুকুটে। যদিও রেটিংস অনেকটাই কমেছে। জানা গিয়েছে, এই সপ্তাহে ৬.৫ রেটিংস নিয়ে বেঙ্গল টপার হল পরশুরাম। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক বাকি সিরিয়ালগুলির কী পরিস্থিতি।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার- পরশুরাম 6.5
- দ্বিতীয়- রাজরাজেশ্বরী রাণী ভবানী, পরিণীতা 6.3
- তৃতীয়- জগদ্ধাত্রী 6.1
- চতুর্থ- রাঙ্গামতি তীরন্দাজ, চিরসখা, ফুলকি 6.0
- পঞ্চম- আমাদের দাদামণি, চিরদিনই তুমি যে আমার 5.8
- ষষ্ঠ- জোয়ার ভাঁটা 5.2
- সপ্তম- কথা 5.1
- অষ্টম- তুই আমার হিরো 4.5
- নবম- কনে দেখা আলো, অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 4.3
- দশম- কুসুম 4.0