কলকাতাঃ নতুন সপ্তাহেই বাজিমাত করল স্টার জলসা। অবশেষে দীর্ঘ খরা কাটিয়ে স্বমহিমায় ফিরল অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এই স্টার জলসা। চলতি সপ্তাহে যে চমকে দেওয়ার মতো TRP লিস্ট প্রকাশ পাবে সেটা হয়তো কেউ ঘুণাক্ষরেও টের পাননি। এমনিতে প্রতি বৃহস্পতিবারই বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড প্রকাশ্যে আসে। এই সপ্তাহেও মানুষ ধরে নিয়েছিলেন হয়তো জি বাংলারই কোনও মেগা হয়তো বেঙ্গল টপার হল। কিন্তু হলটা উল্টো। চলতি সপ্তাহে বাজিমাত করল জলসার এক মেগা।
TRP তালিকায় বিরাট চমক
এমনিতে যত সময় এগোচ্ছে ততই নতুন নতুন সিরিয়াল আনছে বাংলা চ্যানেলগুলি। সেইসঙ্গে টিআরপি তালিকায় টিকে থাকতে বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার মেগাগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দীর্ঘ বিগত বহু মাস ধরে জি বাংলারই কোনও না কোনও সিরিয়াল বেঙ্গল টপার হচ্ছিল। তবে এই সপ্তাহ ব্যাপক হেরফের হল।
এই সপ্তাহে গীতা LLB-র হাত ধরে বাজিমাত করল স্টার জলসা। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল গীতা LLB । প্রাপ্ত টিআরপি নম্বর ৭.০। গীতা এলএলবি সিরিয়ালে এখন টানটান কিছু পর্ব দেখা যাচ্ছে। ধীরে ধীরে অগ্নিজিতের মন জয় করে নিচ্ছে গীতা। সেইসঙ্গে একের পর এক কেসও জিতছে। সব মিলিয়ে গীতা এখন সুপারহিট। আসুন দেখে নিন বাকি সিরিয়ালগুলির অবস্থা কেমন।
এক নজরে TRP List
- ৬.৮ রেটিংস পেয়ে যুগ্ম দ্বিতীয় ফুলকি/ নিম ফুলের মধু ।
- ৬.৬ রেটিংস পেয়ে তৃতীয় কথা ।
- ৬.৫ রেটিংস পেয়ে চতুর্থ উড়ান।
- ৬.৪ রেটিংস পেয়ে যুগ্ম পঞ্চম কোন গোপনে মন ভেসেছে/ জগদ্ধাত্রী।
- ৬.৩ রেটিংস পেয়ে ষষ্ঠ শুভ বিবাহ ।
- ৬.০ রেটিংস পেয়ে সপ্তম রোশনাই ।
- ৫.৭ রেটিংস পেয়ে অষ্টম বঁধূয়া ।
- ৫.৬ রেটিংস পেয়ে নবম মিঠিঝোরা।
- ৫.১ রেটিংস পেয়ে দশম ডায়মন্ড দিদি জিন্দাবাদ ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |