উৎসবের মাঝেই TRP তালিকায় বড় বদল! একই স্থানে তিন সিরিয়াল, রইল লিস্ট

Published:

TRP List
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর সপ্তাহে অবশেষে প্রকাশ্যে এল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা (TRP List)! আর তাতেই দেখা গেল বেশ পরিবর্তন। বর্তমানে ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে থাকে টিআরপি রেটিং-এর ক্ষেত্রে। একটু উনিশ বিশ হলেই প্রতিযোগিতার পথ থেকে ছিটকে যেতে হয়। এর আগে বেশ কয়েকবার দেখা গিয়েছিল যে বেশ কিছু ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিলেও টিআরপি তেমন লাভ পায়নি। যার ফলে মাত্র কয়েক মাসেই বন্ধ করতে বাধ্য করেছিল পরিচালক। এ নিয়ে একাধিক ক্ষোভও রয়েছে সকলের। কিন্তু তবুও নিয়ম তো নিয়মই। আর এমতাবস্থায় প্রকাশ্যে এল চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের সেরা দশের তালিকা।

TRP তালিকায় এগিয়ে কে?

এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে ‘পরিণীতা’। যার প্রাপ্ত রেটিং এই সপ্তাহে ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’ ধারাবাহিক, যার প্রাপ্ত রেটিং ৫.৯। তবে এবার তৃতীয় স্থান অধিকার করেছে তিনটি ধারাবিক। আর সেগুলি হল ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ ও ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এই তিন ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত রেটিং দাঁড়িয়েছে ৫.৮। চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙ্গামতি তীরন্দাজ’, ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আমাদের দাদামণি’, যেখানে তাঁদের ঝুলিতে রেটিং রয়েছে ৫.৭। পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৫.৬।

কারা পিছিয়ে পড়ল তালিকা থেকে?

এবার ধারাবাহিকের সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে বেশ কিছু ধারাবাহিক। ষষ্ঠ স্থানে রয়েছে ‘চিরসখা’, প্রাপ্ত রেটিং ৫.২। সপ্তম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’, প্রাপ্ত রেটিং ৪.৮। অষ্টম স্থানে রয়েছে ‘তুই আমার হিরো’, প্রাপ্ত রেটিং ৪.৪। নবম স্থানে রয়েছে যৌথভাবে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৪.৩। দশম স্থানেও রয়েছে দুই ধারাবাহিক। আর সেগুলি হল ‘ এবং ‘কম্পাস’ তাদের রেটিং ৩.৬। তবে এই প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে স্টার জলসার ‘ভোলে বাবা’, ‘গৃহপ্রবেশ’ এবং ‘শুভ বিবাহ’ । যা নিয়ে বেশ চিন্তিত পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা।

আরও পড়ুন: সকাল সকাল ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুর্গাপুরে উল্টে গেল গুড় বোঝাই লরি

প্রসঙ্গত, টেলিভিশনের জগৎ যেন প্রতি সপ্তাহেই নতুন এবং ফলাফল মেলে ধরে দর্শকদের কাছে। এক সপ্তাহে শীর্ষে যে নাম থাকে, পরের সপ্তাহেই সে পিছিয়ে যেতে পারে, আবার পিছিয়ে থাকা নাম হঠাৎই এগিয়ে আসে সামনে। সবচেয়ে বেশি এই পার্থক্য দেখা যায় পুজোর মরশুমে এবং ক্রিকেটের মরশুমে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই লড়াই কোন রূপ নেয়। কে পরের তালিকায় আরও উপরে ওঠে বা কেই বা পিছিয়ে পড়ে তার উত্তর খুব কম সময়ই দেবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join