না ফেরার দেশে আরেক নক্ষত্র, দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত বিখ্যাত অভিনেতা দেবরাজ রায়

Published on:

debraj roy

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলা চলচ্চিত্র দুনিয়ায় ফের একবার শোকে ছায়া নেমে এল। প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। বারবার অস্ত্রপ্রচার করেও যেন শেষরক্ষা হলো না। সকলকে কাঁদিয়ে প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র দুনিয়ার বর্ষীয়ান অভিনেতা। তার মৃত্যুতে নতুন করে টলিউডের গভীর শোকে ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। দুর্গাপুজো ও লক্ষ্মীপূজো মিটতে না মিটতেই অভিনেতার এহেন আকস্মিক প্রয়াণে চমকে গিয়েছেন সকলেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রয়াত অভিনেতা

বেশ কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ থাকার পর বৃহস্পতিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দেবরাজ রায়ের। মাস দুয়েক আগে সেরিব্রাল অ্যাটাকের শিকার হওয়া এই অভিনেতা নেফ্রোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পুরিবার। দেবরাজ রায় ১৯৭০ সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে রুপোলী পর্দায় আত্মপ্রকাশ করেন এবং পরের বছর মৃণাল সেনের ‘ক্যালকাটা ৭১’ ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়ে নেন।

নিজের অভিনয়ে জীবনে একের পর এক হেভিওয়েট পরিচালকদের সঙ্গে কাজ করেছেন দেবরাজ রায়।  সেই নামের তালিকায় রয়েছেন যেমন তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহ। তবে তিনি শুধু অভিনয় নয়, দূরদর্শনে সংবাদ পাঠকেরও কাজ করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এদিকে দেবরাজ রায়ের আকস্মিক মৃত্যুকে নিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনেতা দেবরাজ রায়ের প্রয়াণে শোকাহত। এমন একজন অভিনেতা যিনি আমাদের বিশিষ্ট পরিচালকদের গর্বিত করেছেন, তিনি দূরদর্শনের একজন জনপ্রিয় সংবাদ পাঠকও ছিলেন। আমি তাকে ভবানীপুরের একজন ভাল মানুষ হিসাবে জানতাম। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। আমাদের সাংস্কৃতিক জগতে আজ অন্ধকারে নেমে এসেছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group