TRP-র গেঁড়োয় ফাঁসল জনপ্রিয় মেগা, বড় সিদ্ধান্ত জি বাংলার

Published on:

zee bangla

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে বাংলার টেলিভিশন একের পর এক মেগা এসেই চলেছে। এর কারণ হল অবশ্যই জনপ্রিয়তা। সে ৯০-এর দশক হোক কিংবা ২০২৫, সিরিয়ালের জনপ্রিয়তা দিনদিন দর্শকদের মধ্যে যেন বেড়েই চলেছে। কিছু সিরিয়াল এমন আছে যেগুলি মানুষের মনে দাগ কেটে যায়। আবার এমন কিছু সিরিয়াল থাকে যেগুলি টিআরপির অভাবে কয়েক মাসেই মুখ থুবড়ে পড়ে। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি মেগা নিয়ে আলোচনা হবে যেটি কিনা গত ৬ মাসে দু’বার স্লট বদলেছে। এরপর আবার এই মেগার সময় বদলানো হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে সেটি কোন মেগা? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের কপাল পুড়ল এই জনপ্রিয় মেগার

যে কোনও ধারাবাহিকের জনপ্রিয়তা বা স্টার কাস্ট, অভিনয় ভালো হোক না কেন, TRP যদি ভালো না থাকে তাহলে কিছুই করার থাকে না। জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, কালার্স বাংলা, কম TRP -র জন্য হয় বারবার স্লট বদল করা হয়েছে নয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এবার জি বাংলার একটি মেগার আবার সময় বদলে দেওয়া হল। আর যার জেরে অনেকেই আবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। ভাবছেন আবার মেগাটি বন্ধ হয়ে যাবে না তো?

আজ কথা হচ্ছে জি বাংলার ‘অমরসঙ্গী’ সিরিয়াল নিয়ে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি অভিনীত ধারাবাহিক ‘অমর সঙ্গী’ ধারাবাহিককে আবারও পাঠিয়ে দেওয়া হয়েছে দুপুরের স্লটে। আর এই সিদ্ধান্তে বেজায় চটেছেন দর্শকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দুপুরের স্লটে পাঠানো হল মেগাকে

অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে এই অমরসঙ্গী মেগাটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের। শুরুর দিকে অমর সঙ্গী আসত দুপুর আড়াইটের সময়। টিআরপিতে ভালো ফল না করায় স্লট বদলে, দেওয়া হয়েছিল বিকেল ৫.৩০-এর স্লট। সেখানেও আবার স্টার জলসার মেগার সঙ্গে টক্কর দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে মেগাটি। ১০ মার্চ থেকে দুপুর ৩টের সময় দেখা যাবে অমর সঙ্গী। আর এই কথা জানতেই দর্শকদের বিরক্তি সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। ক্ষোভ উগড়ে দিলেন অনেকে।

আরও পড়ুনঃ মহিলারাই চালাবেন কোচবিহার রেল স্টেশন! নারী দিবসে বড় পদক্ষেপ ভারতীয় রেলের

একজন লিখলেন, ‘এত সুন্দর একটা গল্প নষ্ট করল। কী ভালো চলছে।’ আরেকজন লেখেন, ‘আমি এখনো বুঝতে পারছি না কেন সেই ৪৫ মিনিটের স্লটদুটো রেখেছে। সব ধারাবাহিকের সম্প্রচারের সময় ৩০ মিনিট করলেই তো অমর সঙ্গীর জায়গা হয়ে যেত।’ তৃতীয়জনের মন্তব্য, ‘নীল ও শ্যামৌপ্তির উচিত আর জি বাংলার সঙ্গে কাজ না করা।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group