রাইয়ের জীবনে নয়া বিপদ, TRP-তে ঝড় তুলতে বড় চমক ‘মিঠিঝোরা’য়

Published on:

mithijhora new twist rai lost her memory

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দর্শকদের অত্যন্ত পছন্দের বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হল জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora)। শুরু থেকেই একেরপর এক টুইস্ট রয়েছে গল্পে। নিজের ভালোবাসাকে ত্যাগ দিয়ে পরিবারের জন্য বারেবারে লড়াই করলেও রাইয়ের কপালে শুধুই অপমান জুটেছে। বাড়ির লোক থেকে শুরু করে স্বামী অনির্বাণ পর্যন্ত ভুল বুঝছে। এদিকে নিজের বোন নীলুই দিদির জীবন তছনছ করার জন্য উঠে পরে লেগেছে। তবে এবার জানা যাচ্ছে স্মৃতি শক্তি হারাতে চলেছে রাই।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

মিঠিঝোরা ধারাবাহিকে নয়া চমক

গল্পে রাই ও অনির্বান চরিত্রে আছেন আরাত্রিকা মাইতি ও সুমন দে। এছাড়া রাইয়ের দুই বোন হিসাবে দেখা যাচ্ছে, দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তীকে। যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন চাকরির জন্য শহর ছেড়ে যাচ্ছে রাই। যদিও এই খবর বোন নীলু ছাড়া আর কাউকেই তেমনভাবে জানায়নি সে। এই সুযোগেই রাইকে কিডন্যাপ করিয়েছে নীলু। ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে গিয়ে তোলা হয়েছে গোপন এক আস্তানায়। যদিও যাওয়ার পথে অনির্বানের সাথে একবার দেখা হয়েছিল তবে ভুল বোঝাবুঝির জেরে একেঅপরকে এড়িয়ে গিয়েছিল দুজনেই।

চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিডন্যাপ করে অনির্বান রাইকে বাড়িটা লিখে দিয়েছে সেই কাগজে সই করার জন্য জবরদস্তি করা হচ্ছে রাইয়ের সাথে। সই না করলে আঙুলের নখ এক এক করে উপরে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। যদিও শেষ অবধি সই করেনি সে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

স্মৃতি শক্তি হারাবে রাই

রাতে হাজার চেষ্টা করলেও রাইকে দিয়ে সই করাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। এরপর সকাল হতেই বাথরুম করার বাহানায় কোনো মতে কিডন্যাপারদের থেকে পালায়। যদিও দুষ্কৃতীরা তাকে তাড়া করে পিছন থেকে, আর তখনই একটা গাড়ির সামনে পড়ে যায় রাই। গাড়িতে মাথায় ধাক্কা লেগে জ্ঞান হারায় সে। এরপর যখন চোখ খুলল তখন হাসপাতালে দেখা যাচ্ছে রাইকে, এখানেই এল বড় টুইস্ট।

আরও পড়ুনঃ গাড়ির ইন্সুরেন্স থাকলে আর মিলবে না পেট্রোল, ডিজেল বা CNG! আসছে নয়া নিয়ম

চোখ খোলার পর ডাক্তার সবার আগে নাম জিজ্ঞাসা করে। কিন্তু তখন রাই জানায়, যে তার কিছুই মনে নেই এমনকি না নামটাও। অৰ্থত মাথায় আঘাত পাওয়ার জেরে স্মৃতিশক্তি হারিয়েছে রাই। তবে কি আর রাই বাড়ি ফিরতে পারবে না? অনির্বানের সাথে ভুল বোঝাবুঝি মিটবে না? দর্শকদের মনে এমন হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ও চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group