পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন হল জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন সিরিয়ালের ঘোষণা হয়েছে। দীর্ঘদিন পর ‘তোমাকে ভালোবেসে’ এর হাত ধরেই কামব্যাক করছেন সকলের প্রিয় ‘রানীমা’ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জানা যাচ্ছিল তাঁর বিপরীতে দেখা যাবে রাহুল মজুমদারকে, কিন্তু সেটা হয়নি। শুরুর আগেই নায়ক বদল হয়েছে। তাহলে কে হচ্ছেন দিতিপ্রিয়ার নায়িক? জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কে হচ্ছেন ‘তোমায় ভালোবেসে’তে দিতিপ্রিয়ার নায়ক?
জি বাংলার নতুন মেগার হাত ধরে দিতিপ্রিয়ার পাশাপাশি টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন জীতু কমল। তবে খবরের এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে এই ধারাবাহিকের জন্য নাকি ইন্ডাস্ট্রির নায়কদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে চলেছেন অভিনেতা। যদিও ঠিক কত টাকা পাচ্ছেন জীতু সেটা জানা যায়নি।
৫ বছর পর ছোটপর্দায় কামব্যাক
প্রায় পাঁচ বছর পর ফের টেলিভিশনের প্রজেক্টে ফিরছেন জীতু কমল। এর আগে ২০২০ সালে ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেতাকে। অবশ্য দিতিপ্রিয়াকেও বিগত চার বছর টেলিভিশনে দেখা যায়নি। সিনেমা থেকে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রয়েছে নিজেদের দুর্দান্ত অভিযোগের দক্ষতায় দর্শকদের মন জয় করে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন দুজনেই। তাই স্বাভাবিকভাবেই দিতিপ্রিয়া-জীতু জুটির কেমিস্ট্রি দেখার জন্য মুকিয়ে রয়েছেন নেটিজেনরা।
কবে আসছে ‘তোমায় ভালোবেসে’?
ইতিমধ্যেই নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এনেছে জি বাংলা। সেখানে গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। বান্ধবীদের সাথে সাইকেল চালানোর সময় হেলিকপ্টার দেখে জোরে জোরে সাইকেল চালাতে শুরু করে নায়িকা। এরপর এক চায়ের দোকানের সামনে থামলে এক বহুরূপী বলে যদি হেলিকপ্টার থেকেই হয়তো একদিন তোর মনের মানুষটা আসবে। তখন নায়িকা বলে ওঠে, ‘ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে’। এমন একটা প্রেম কাহিনী যে হিট হবে সেটা আশা করাই যায়। তবে কবে থেকে শুরু হবে নতুন মেগার সম্প্রচার সেটা এখনও জানানো হয়নি চ্যানেলের পক্ষ থেকে।