TRP -তে ডাহা ফেল, মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে পূবের ময়না? বড় সিদ্ধান্ত নিল Zee Bangla

Published on:

puber moyna

শ্বেতা মিত্র, কলকাতাঃ চলতি সপ্তাহের টিআরপি (Target rating point) তালিকা প্রকাশ পেতে না পেতেই বড় সিদ্ধান্ত নিল জি বাংলা কর্তৃপক্ষ। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও TRP রেটে বিরাট রকমের বদল ঘটেছে। নতুনদের ভিড়ে কিছুটা যেন পিছিয়ে গিয়েছে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসার একের পর এক মেগা। তবে এবার জি বাংলা তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হল যার জানা এবং শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। আপনিও কী ‘পূবের ময়না’ সিরিয়ালটি দেখতে পছন্দ করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি গৌরব রায় ও ঐশানী দে অভিনীত সিরিয়ালটি বন্ধ হতে চলেছে? জেনে নিন ঝটপট।

বন্ধ হচ্ছে পূবের ময়না?

খুব বেশি একটা কামাল না করে দেখালে আগেও একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে কিছু সিরিয়াল ছয় মাসের মাথায় বন্ধ হয়েছে তা আবার কিছু সিরিয়াল ২ মাসের মাথাতেও বন্ধ হতে দেখা গিয়েছে। যে কারণে এখন সিঁদুরে মেঘ দেখলেই ভয় পান দর্শকরা। এবার সকলের সেই ভয়কে আরো কিছুটা উসকে দিল জি বাংলার একটি সিদ্ধান্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যত সময় এগোচ্ছে ততই গৌরব রায় চৌধুরী ও ঐশানী দে অভিনীত বাংলা ধারাবাহিক ‘পূবের ময়না’ গল্পে আরও নাটকীয়তার জন্য নিজেকে প্রস্তুত করছে। কয়েক মাস আগে যাত্রা শুরু করা বাংলা টেলিভিশন শোটি তার বর্তমান ট্র্যাকে টুইস্ট এবং টার্নগুলির মধ্য দিয়ে তার এক আলাদা পথ তৈরি করছে। তবে এসবের পরেও দর্শকের মনে জায়গা করে নিতে ব্যর্থ। এমনকি স্টার জলসার দুই শালিকের কাছেও টিআরপি রেটে হার মেনেছে মেগাটি।

বড় সিদ্ধান্ত Zee Bangla -র

এখন নিশ্চয়ই ভাবছেন যে পূবের ময়না কী তাহলে সময়ের আগেই শেষ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ? জানা গিয়েছে, গৌরব-ঐশানীকে আগামিকাল অর্থাৎ ১৬ই ডিসেম্বর থেকে আর বিকাল সাড়ে ৫টার স্লটে দেখতে পাবে না দর্শক। আসলে সোমবার থেকে ফের বদলে যাচ্ছে জি বাংলার সিরিয়ালের সম্প্রচারের সময়সূচী। দুপুর ৩:৩০ মিনিটের স্লটে এটিকে দেখানো হচ্ছে। এতদিন দুপুর ৩.৩০টের স্লটে দেখা যেত নীল-শ্যামোপ্তীর অমর সঙ্গীকে। এখন সেটি বিকাল ৫.৩০টায় দেখা যাবে। অর্থাৎ এখনই বন্ধ হচ্ছে না পূবের ময়না। শুধুমাত্র এটিকে নতুন সময়ে দেখা যাবে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group