প্রীতি পোদ্দার, কলকাতা: বিনোদন জগতে অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়েই চলেছে ধারাবাহিগুলি। কারণ বর্তমানে এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যারা TRP তালিকায় নজরকাড়া পারফরম্যান্স না করতে পারায় মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে শুটিং। কেউ শুরু হতেই ২ সপ্তাহ পর বন্ধ হয়ে গিয়েছে। কেউ বা আবার ৬ মাস চলতে না চলতেই বন্ধ হয়ে গিয়েছে। আর সেই জায়গা দখল করছে নতুন নতুন সিরিয়ালগুলি। ঠিক এমনই দশা হয়েছিল পুবের ময়না ধারাবাহিকের। তবে টুইস্ট হল এখানেই। সকলকে চমকে দিয়ে প্রায় দিন দশেক পর গতকাল অর্থাৎ বুধবার থেকে ফের চালু হল এই ধারাবাহিকের শুটিং।
ফের শুটিং শুরু পুবের ময়না ধারাবাহিক!
জি বাংলার এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল পুবের ময়না। এপার বাংলা এবং ওপার বাংলার সংস্কৃতির মেলবন্ধনে তুলে ধরা হয়েছে এক অন্যধারার গল্প। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানি দে। পুবের ময়নার মাধ্যমেই নতুন জুটিকে দেখতে পান দর্শক। পর্দায় রোদ্দুর আর ময়নার খুনসুটিতে ভরা অভিনয় দর্শকদের মনে বেশ আনন্দ জুগিয়ে আসছে। যদিও প্রথম থেকেই TRP তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি ‘পুবের ময়না’। শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই শোনা গিয়েছিল বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক। কিন্তু সেই সময় বন্ধ হয়নি।
যদিও এরপর ধারাবাহিক চলাকালীন ফের শুটিং বন্ধের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। মাত্র ছয় মাস পেরোতে না পেরোতেই নতুন বছর শুরুর আগেই বন্ধ হয়ে গিয়েছিল এই ধারাবাহিকের শুটিং। বড়দিনে এই কারণে খানিকটা মন খারাপও করেছিল এই ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীরা। কিন্তু শুটিং বন্ধের পরেই দেখা গেল দর্শকদের মন খারাপের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং ফের এই ধারাবাহিক চালু করার জন্য অনেকেই আবেদন করছে। অবশেষে দর্শকদের ইচ্ছা পূরণ করতে ফের চালু হল এই ধারাবাহিকের শুটিং। ফিরলেন গৌরব-ঐশানীরা। কিন্তু এমন ঘটনা বাংলা সিরিয়ালের ইতিহাসে এই প্রথম হয়ত, যেখানে শুটিং সেট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পরেও দর্শকদের চাহিদা পূরণে পুনরায় শুরু হয়েছে শুটিং।
কী বলছেন সিরিয়ালের নায়ক?
এই প্রসঙ্গে ধারাবাহিকের নায়ক গৌরব রায় চৌধুরী বললেন, ‘আজ থেকেই শ্যুটিংয়ে ফিরলাম। এটা দর্শকদের ভালোবাসা। এই কারণেই আমাদের ফেরা। আমি তো প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম নতুন প্রোজেক্টের। কিন্তু তারপর হঠাৎ করেই শুনলাম এটা শুরু হচ্ছে। OTT-তে এই ধারাবাহিক দর্শকরা খুব পছন্দ করেছে, তাই চ্যানেল ঠিক করেছে ফের শুরু হবে শুটিং। ’