৬ মাসেই শেষ, হয়ে গেল অন্তিম শুটিংও! TRP-র ওভাবে বন্ধ হচ্ছে Zee Bangla-র মেগা

Published on:

puber moyna zee bangla

প্রীতি পোদ্দার, কলকাতা: বিনোদন জগতে প্রথম থেকেই ধারাবাহিক গুলির মধ্যে অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়েই চলেছে। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে এমন বেশ কিছু ধারাবাহিক টিআরপি (Target rating point) তালিকায় নজরকাড়া পারফরম্যান্স না করতে পারায় বেরিয়ে যেতে হচ্ছে প্রতিযোগিতার পথ থেকে। এভাবেই এমন অনেক বাংলা ধারাবাহিক এর এমন পরিণতি দেখা গিয়েছিল। কেউ শুরু হতেই ২ সপ্তাহ পর বন্ধ হয়ে গিয়েছে। কেউ বা আবার ৬ মাস চলতে না চলতেই বন্ধ হয়ে গিয়েছে। আর সেই জায়গা দখল করছে নতুন নতুন সিরিয়ালগুলি। সম্প্রতি শোনা যাচ্ছে ফের আরও এক বাংলা ধারাবাহিকেরও ঠিক একই হাল হতে চলেছে।

বন্ধ হতে চলেছে জনপ্রিয় এক ধারাবাহিক!

WhatsApp Community Join Now

টলিপাড়া সূত্রে জানা গিয়েছে, মাত্র ছয় মাস পেরোতে না পেরোতেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পূবের ময়না’। গতকাল অর্থাৎ বড়দিনেই ছিল এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। তাই বেশ মন খারাপ এই ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের মনে। এই ধারাবাহিকে, প্রথমবার গৌরবের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী ঐশানী দে-কে। এই প্রথম ধারাবাহিকে অভিনয় করেছিল ঐশানী। এর আগে তিনি ‘চিনি ২’ বা ‘দুর্গ-রহস্য’-এর মতো কাজে অভিনয় করে নজর কেড়েছিলেন। তবে গৌরবের বিপরীতেই প্রথম ছোটপর্দায় পা রেখেছিলেন তিনি। এক বাংলাদেশী মেয়ের অভিনয় ঐশানী এতটাই ফুটিয়েছিল যে দর্শকদের মনে গেঁথে গিয়েছিল।

মন খারাপের আসর শুটিং সেটে

এই ধারাবাহিকটি মূলত ছিল দুই বাংলার গল্প নিয়েই। দুই বাংলার মানুষের মন জয় করাই ছিল এই ধারাবাহিকের লক্ষ্য। প্রথম থেকে যদিও অতীত জনপ্রিয় হয়নি ধারাবাহিকটি। ফলস্বরূপ TRP তালিকায় জায়গা করে নিতে পারেনি ‘পুবের ময়না’। তাই শুরু থেকেই খুব শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই ধারাবাহিকের। কিন্তু তখন স্লট পরিবর্তন হলেও বন্ধ হয়নি এই ধারাবাহিক। অবশেষে ৬ মাসের মাথায় এবার পথ চলা বন্ধ হল এই ধারাবাহিকের। শেষ দিনে মন খারাপের আসর বসেছে সেটে। একই হল নেটাগরিকদের একাংশের।

সঙ্গে থাকুন ➥
X