শ্বেতা মিত্র, কলকাতাঃ মাত্র তিন মাসের মাথায় এবার বন্ধ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) একটি বিখ্যাত সিরিয়াল। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাত্র তিন মাসের মধ্যে যে মেগাটি বন্ধ হয়ে যাবে সেটা হয়তো কেউ ঘুনাক্ষরেও টের পায়নি। এমনিতে যে কোনও সিরিয়ালের স্টারকাস্ট যতই ভালো হোক না কেন TRP যদি ভালো না থাকে সেই সিরিয়ালের পথ চলা বেশিদিন স্থায়ী হয় না। এক্ষেত্রেও সেটার ব্যতিক্রম ঘটল না। এখন আপনার একটু ভাবছেন যে কোন সিরিয়াল বন্ধ হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, জি বাংলার ‘কাজল নদীর জলে।’ আর এমনই জানিয়েছেন খোদ সিরিয়ালের মুখ্য নায়ক। এদিকে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে বেজায় মন খারাপ দর্শকদের। কে হয়তো ভাবতেও পারিনি যে মাত্র তিন মাসের মাথায় এই সিরিয়ালও বন্ধ হয়ে যাবে।
বন্ধ হয়ে গেল ‘কাজল নদীর জলে’
জি বাংলার এমনি আগেও নজির রয়েছে যে ভালো টিআরপি না থাকলে সেই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন আগেই মাত্র কিছু সময়ের জন্য শুরু হওয়া নবমী সিরিয়ালকেও বন্ধ করে দেওয়া হয়। তবে এবার কপাল পুড়ল ‘কাজল নদীর জলে’ সিরিয়ালের।
এই সিরিয়ালের মূল বিষয়বস্তু ছিল পরকীয়া, গার্হস্থ হিংসা। কঙ্কাবতি কীভাবে সমুজ্বল ও অর্জুনের মাঝে পড়ে দিন দিন পিষে যাচ্ছিল সেটাই দেখানো হচ্ছিল। তবে এবার খুব সম্ভবত এই পরকীয়া এবং গার্হস্থ হিংসার গল্প মোটেও দর্শকদের মনে ধরেনি বলে মনে করা হচ্ছে। যে কারণে মাত্র তিন মাসের মাথাতেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের ঝাঁপ।
যা জানালেন অভিনেতা
এক নারীকে নিয়ে দুই বন্ধুর টানাপোড়েনের গল্প দাগ কাটল না দর্শক মনে বলে মনে করা হচ্ছে। এই সিরিয়ালে অভিনয় করছিলেন মৈনাক ভৌমিক, অরুণিমা হালদার এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। অভিনেতা মৈনাক ভৌমিক সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘আজ শেষ দিন, এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি, কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না, এই ক’দিন আপনাদের থেকে যা ভালোবাসা পেয়েছি, সেটা আমাদের সম্পদ হয়ে থাকবে…. সকলে ভালো থাকবেন।’
একজন লিখেছেন, ‘এত সুন্দর সিরিয়ালটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল খুব মিস করবো। খুব ভালো লাগতো সিরিয়ালেরটা।’ অন্য একজন বলেছেন, ‘এই তো শুরু হল।’