TRP কম থাকার জের, বন্ধ হচ্ছে Zee Bangla-র জনপ্রিয় মেগা! হয়ে গেল শেষ শুটিং

Published:

zee bangla
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সিরিয়ালপ্রেমীদের জন্য রইল খারাপ খবর। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ফের একবার ঝাঁপ বন্ধ হতে চলেছে এক জনপ্রিয় মেগার। তাও কিনা জি বাংলার। যার ফলে মন খারাপ সকলের। আজ যে মেগাটি নিয়ে আলোচনা হচ্ছে সেটির পথচলা দু বছরও হয়নি, তার মধ্যেই বন্ধ হওয়ার খবর সামনে উঠে আসছে। অবশ্য এই প্রথম নয়, এর আগে জি বাংলার এমন বেশ কিছু মেগা রয়েছে যেটি বছর তো দূরে থাক, কয়েক মাসের মাথায় বন্ধ হয়ে গিয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার জি বাংলার কোন মেগার পথচলা শেষ হচ্ছে? তাহলে সেই মেগাটি হল ‘মিঠিঝোরা।’

বন্ধ হচ্ছে ‘মিঠিঝোরা’?

শুনে অবাক হয়ে গেলেন তো? তবে টলিপাড়ায় কান রাখলে শোনা যাচ্ছে এই মেগার শ্যুটিং নাকি শেষ হয়ে গিয়েছে। এমনকি ১ জুলাই এই সিরিয়ালের শেষ সম্প্রচার দেখানো হবে। এই মেগায় রাই, নীলু, স্রোত, এই তিন বোনের গল্প তুলে ধরা হয়েছে। তিন বোনের জীবনে সুখ, দুঃখ, একের পর এক ঝড় কীভাবে এসেছে সেটাই দেখানো হচ্ছে দীর্ঘদিন ধরে। এই মেগা কিন্তু কোনওদিনই তেমন টিআরপি-তে সাড়া ফেলতে পারেনি। আবার দর্শক মনে কিন্তু জায়গা করে নিয়েছে শুরু হওয়ার পর থেকে।

আরও পড়ুনঃ বিয়ের আগেই বড় দায়িত্ব KKR তারকার! সরকারি অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছেন রিঙ্কু সিং

তবে এই প্রথম নয়, এর আগেও মেগা বন্ধ হওয়ার খবর সামনে উঠে এসেছিল। এমনকি গল্পের মূল নায়িকা রাই অর্থাৎ আরাত্রিকা মাইতি সৃজিত মুখার্জীর ‘লহ গৌরাঙ্গ’-এর শ্যুটিং-এর জন্য নাকি মেগা বন্ধ হয়ে যাবে বলেও খবর এসেছিল। তবে গল্পে আসা একের পর এক ট্যুইস্ট সেইসব জল্পনাকে ধুয়ে মুছে সাফ করে দেয়।

মন খারাপ দর্শকদের

অনেকেই জানেন তো আবার অনেকেই জানেন না যে, ২০২৩ সালের নভেম্বর মাসে ‘মিঠিঝোরা’র পথ চলা শুরু হয়েছিল। অর্থাৎ দু বছরও হয়নি। বর্তমানে এই মেগায় দেখানো হচ্ছে, সিমরনকে ঘিরে রাই-অনির্বানের মধ্যে ভুল বোঝাবুঝি তুঙ্গে উঠেছে। ওদিকে নীলু এবং ক্রান্তি জেল থেকে বেরিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চলেছে। যাওয়ার আগে বোন স্রোতের সঙ্গে দেখাও করতে এসেছে দুজনে। যদিও এখন শোনা যাচ্ছে, তিন জুটির মধ্যে মিল দেখিয়ে সিরিয়ালটি বন্ধ করা হবে। জানা যাচ্ছে, মঙ্গলবার শেষ দিনের শ্যুটিং নাকি হয়ে গিয়েছে। যাইহোক, আগামী দিনে কী হয় এখন সেদিকে নজর থাকবে দর্শকদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join