একদা TRP কাঁপানো সিরিয়ালে কোপ Zee Bangla-র, আসছে নয়া মেগা ‘পরিণীতা’

Published on:

parineeta zee bangla

শ্বেতা মিত্র, কলকাতাঃ টিআরপি (Target rating point) তালিকার পর ফের একবার চমক দিয়েছে Zee Bangla। এবার এই বিখ্যাত বাংলা চ্যানেলে আসছে নতুন এক সিরিয়াল। তবে এই নতুন সিরিয়ালটি ঘিরে তৈরি হয়েছে যত রাজ্যের জল্পনা কল্পনা। জি বাংলা নতুন সিরিয়ালটি প্রোমো প্রকাশ করা হয়েছে। আর এই প্রোমোতে থাকা সময়কে ঘিরে সকলের চোখ কপালে উঠেছে। জি বাংলায় আসছে ‘পরিণীতা।’ নতুন সিরিয়ালকে ঘিরে একদিকে যখন সকলে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন একদিকে আবার অনেকের মন খারাপ হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা?

জল্পনা হচ্ছে যে এক সময়ে শীর্ষে থাকা বাংলা সিরিয়াল হয়তো বন্ধ হতে চলেছে। শুধু একটা বললে ভুল হবে হয়তো দুটো সিরিয়াল বন্ধ হতে চলেছে। দীর্ঘদিন ধরে ষ্টুডিও পাড়ায় জল্পনা শুরু হয়েছে যে নিম ফুলের মধু নয়তো জগদ্ধাত্রীর ঝাঁপ বন্ধ হতে চলেছে! এই দুটি সিরিয়ালই এক সময়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে TRP তালিকার শীর্ষে ছিল। তবে পরিণীতার চক্করে ঝাঁপ বন্ধ হবে নিম ফুলের মধু কিংবা জগদ্ধাত্রীর? এবার আসল সত্যতা জানা গেল।

জগদ্ধাত্রীর সময়ে পরিণীতা

Zee Bangla- র তরফে যে প্রোমো শেয়ার করা হয়েছিল সেটা অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে সম্প্রচার শুরু হবে পরিণীতা সিরিয়ালের। আর এটিকে একেবারে সন্ধ্যার প্রাইম স্লট দেওয়া হয়েছে। এতদিন ধরে লম্বা সময় এক নম্বরে থাকা জগদ্ধাত্রীর জায়গায় আনা হচ্ছে পরিণীতাকে। সন্ধ্যা ৭ টার স্লট দেওয়া হয়েছে উদয় প্রতাপ সিং এবং ঈশানির ধারাবাহিককে। তবে কি বন্ধ হচ্ছে জগদ্ধাত্রী? এই বিষয়ে এখনো অবধি কিছু জানা যায়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যাইহোক, এই পরিণীতা সিরিয়ালে উদয় প্রতাপ সিংকে মুখ্য চরিত্রে দেখা যাবে। বিপরীতে নবাগতা ঈশানি। গল্পে ত্রিকোণ প্রেম থাকবে। ত্রিকোণ প্রেমের আরেক কোণে থাকবে সুরভী মল্লিক। এক নামজাদা কলেজের ছাত্র ছাত্রী তাঁরা। পারুল (ঈশানি) গ্রাম্য সহজ সরল মেয়ে। তাঁকে কলেজে সবাই হ্যাটা করলেও সে নিজের গুণে সবার মুখ বন্ধ করিয়ে দেয়। তবে পরেই আসে চমক। দেখা যায় সে বাস্তবে রায়নের (উদয়) স্ত্রী। কিন্তু বউকে একেবারে পছন্দ নয় নায়কের। ফলে আগামী দিনে সিরিয়ালে কী হয় এখন সেটাই দেখার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group