স্লট ছাড়া হতেই কুপোকাত পর্ণা, জোর টক্কর ফুলকি, কথার! প্রকাশ্যে এ সপ্তাহের TRP লিস্ট

Published on:

trp list november

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন সপ্তাহ আসতে না আসতেই নতুন করে ওলোটপালোট হয়ে গেল টিআরপি তালিকা (TRP List)। উৎসবের রেশ কাটতে না কাটতেই বাংলা সিরিয়ালগুলিতে টিআরপির খেলা শুরু হয়ে গেল। বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু সিরিয়াল বন্ধ হয়েছে তো আবার বেশ কিছু নতুন সিরিয়ালের পথচলা শুরু হয়েছে। নতুন করে প্রতিযোগিতায় লিপ্ত হল স্টার জলসা, জি বাংলা। স্টার জলসা হোক বা জি বাংলা…TRP দৌড়ে টিকে থাকতে নিত্য নতুন চমক আনছে চ্যানেলগুলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন মাস শুরু হতেই একপ্রকার ওলট-পালট হয়ে গেল বাংলা সিরিয়ালগুলির টিআরপি রেট। আর এই TRP রেট দেখে বাঙালি দর্শকদের চোখ একপ্রকার কপলে উঠে গেছে। আপনিও কি বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করেন? চলতি সপ্তাহে জি বাংলা না স্টার জলসা, সেরার তকমা কে ছিনিয়ে নিল জানেন? তাহলে আপনার জন্য রইল বিরাট খবর।

বেঙ্গল টপার কে হল?

জানলে চমকে উঠবেন, এই সপ্তাহেও কিন্তু বেঙ্গল টপার হল জি বাংলার মেগা। সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়ে গেল জি বাংলার ফুলকি সিরিয়াল। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে স্লট বদলের খবর আসতেই বেশ খানিকটা TRP- তে ভাটা পড়েছে নিম ফুলের মধু। অন্যদিকে ফের একবার কপাল খুলেছে স্টার জলসার কথা ধারাবাহিকের। যাইহোক, এই সপ্তাহে ৭. ২ রেটিংস পেয়ে প্রথম হয়েছে ফুলকি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাকি সিরিয়ালগুলির অবস্থান কততে জানুন | TRP List |

দ্বিতীয়- কথা, গীতা LLB, ৭. ১,

তৃতীয়- নিম ফুলের মধু ৬. ৭

চতুর্থ- জগদ্ধাত্রী ৬. ৫

পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে ৬. ৩

ষষ্ঠ- উড়ান ৫. ৮।

সপ্তম- শুভ বিবাহ ৫. ৭

অষ্টম- রোশনাই ৫. ৬।

নবম- রাঙ্গামতি তীরন্দাজ, অনুরাগের ছোঁয়া ৫. ৫।

দশম- তেঁতুলপাতা ৫. ৪।

নন ফিকশন ••
রান্নাঘর 1.0
দিদি No.1 S9 2.7
দিদি No.1 S9 Sunday 5.2 |
SRGMP 5.5
Ravivar Jalsha Parivar 1.2
জল নূপুর 1.3 & 1.6

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group