লক্ষ্মীর ভান্ডার নয়, ১.২৭ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাল সরকার, কারা পেলেন?

Published on:

women money ladli behna yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের মহিলাদের জন্য সুখবর! কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রায় 1.27 কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল 1250 টাকা করে। হ্যাঁ, লাডলি বেহনা যোজনার (Ladli Behna Yojana) আওতায় থাকা মহিলাদের অ্যাকাউন্টে কিস্তি বাবদ 1250 টাকা পাঠিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রতিশ্রুতি অনুযায়ী 10 ফেব্রুয়ারি, সোমবার থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট রাশি ক্রেডিট হতে শুরু করেছে।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

লাডলি বেহনা যোজনায় প্রতিমাসে 3 হাজার টাকা করে পাবেন মহিলারা

2023 সালের 28 জানুয়ারি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত ধরে রাজ্যের মহিলাদের জন্য চালু হয় লাডলি বেহনা যোজনা প্রকল্প। প্রথমদিকে এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো তবে পরবর্তীতে অর্থের অঙ্কটা বাড়িয়ে 1250 টাকা করা হয়েছে। সেই সাথে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে এই প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশের কয়েক কোটি মহিলা 3000 টাকা করে পাবেন।

লাডলি বেহনা যোজনার উদ্দেশ্য

2023 সালে রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লাডলি বেহনা যোজনার মূল লক্ষ্য ছিল রাজ্য জুড়ে বসবাসকারী নিম্নবিত্ত শ্রেণীর মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। একই সাথে মহিলাদের যাতে নিজের স্বামী বা সন্তানদের কাছে হাত পাততে না হয়, সেজন্য আর্থিক স্বাধীনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

প্রথমেই বলে রাখি এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই। কোনও পুরুষ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। মধ্যপ্রদেশ সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, লাডলি বেহনা যোজনার আওতায় আসতে হলে বেশ কিছু শর্ত মেনেই আবেদন করতে হবে মহিলাদের। প্রথমত, আবেদনকারীকে মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে।

পাশাপাশি মহিলার পারিবারিক বার্ষিক আয় 2.50 লক্ষ টাকার কম হওয়া জরুরি। এছাড়াও এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, 1 জানুয়ারি 1961 থেকে 1 জানুয়ারি 2000 সালের মধ্যে জন্মগ্রহণকারী মহিলারা এই প্রকল্পের যোগ্য। উল্লেখ্য, সামাজিক ন্যায়বিচার বিভাগের যে সকল পেনশনভোগী 1250 টাকার থেকে কম টেনশন পান তারাও এই প্রকল্পে শামিল হতে পারবেন। সেক্ষেত্রে তাদের পেনশনের অর্থ থেকে 1250 টাকা হতে প্রয়োজনীয় বাকি অর্থ দেবে সরকার।

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কীভাবে চেক করবেন?

চলতি মাসে মধ্যপ্রদেশ সরকারের তরফে পাঠানো লাডলি বেহনা যোজনার 1250 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা চেক করতে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন এবং অর্থ প্রদানের স্ট্যাটাসে ক্লিক করুন। নিজের অ্যাপ্লিকেশন নম্বর বা ইউজার আইডি দিয়ে ক্যাপচা পূরণ করুন। এরপরই ফোনে আসা OTP দিয়ে যাচাই করার পর অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ যোজনার টাকা ঢুকেছে কিনা বুঝতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group