ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ, খুন! দেহ মাটিতে পুঁতে পালাল প্রতিবেশী

Published:

Tripura
Follow

প্রীতি পোদ্দার, আগরতলা: এইমুহুর্তে দুর্গাপুর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর ধর্ষণ ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে। এমতাবস্থায় আরও এক নারকীয় ঘটনার খবর প্রকাশ্যে এল ত্রিপুরায় (Tripura)। যৌন লালসার শিকার হল মাত্র ১৪ মাসের এক শিশু। ধর্ষণের পর খুন করে পুঁতে দেওয়া হয় ওই শিশুকন্যাকে। আর এই ধর্ষণ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মহা শোরগোল পড়ে গিয়েছে গোটা ত্রিপুরায়।

ঠিক কী ঘটেছে?

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত ১১ অক্টোবর শনিবার ১৪ মাসের নির্যাতিতা এক শিশু আসামের শিলচর থেকে ত্রিপুরার পানিসাগরে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল বাবা মায়ের সঙ্গে। এরপর পাড়ার এক পরিচিত যুবক ভাত খাওয়ানোর অজুহাতে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে, তিন ঘণ্টা পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরে শিশুটির বাবা-মা। ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা ওই শিশুর খোঁজ করা শুরু করেন। এরপর পরেরদিন শিশুটির মৃতদেহ ধানখেতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। এরপর ওই দিন রাত ৮টায় পানিসাগর থানায় অভিযোগ জানানো হলে অভিযুক্তকে অসমের নীলামবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

ধানজমিতে পুঁতে দেওয়া হয় শিশুটির দেহ

ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই ধর্ষক পেশায় একজন দিনমজুর। মামার বাড়িতে শিশুটি ভাত খেতে চাইছিল না, তাঁকে খাওয়ানোর নাম করেই অভিযুক্ত শিশুকে মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে নিয়ে যায়। আর সেই সুযোগে শিশুকে নিয়ে গিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া হয়। অভিযোগ, গোপন একটি জায়গায় ওই শিশুকে প্রথমে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটের জন্য পানিসাগর এলাকারই একটি ধানজমিতে দেহ পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ তোলে। অপরাধের পর অভিযুক্ত অসমে পালিয়ে গিয়েছিল। শেষে পুলিশ তাঁকে নিলমবাজার থেকে গ্রেফতার করে। আজ তাঁকে আগরতলার আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রাচীন বিল্ডিং!

ত্রিপুরার এই ধর্ষণ ঘটনার প্রসঙ্গে পানিসাগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুমন্ত ভট্টাচার্য পিটিআই-কে জানিয়েছেন যে, দেহ উদ্ধার করার পর প্রথমে ওই শিশুর ময়নাতদন্ত হয়। তার পর দেহ তুলে দেওয়া হয় শিশুটির পরিবারের হাতে। অভিযুক্ত গ্রেফতার হলেও এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আজ অর্থাৎ সোমবার অভিযুক্তকে নিম্ন আদালতে হাজির করানো হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join