অক্টোবর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! RBI-র ছুটির লিস্ট দেখে আগেই সেরে ফেলুন কাজ

Published on:

bank holiday in october

প্রীতি পোদ্দার: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (Reserve Bank of India) প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। তাই সম্প্রতি অক্টোবর মাসের ব্যাঙ্ক ছুটির তালিকাও প্রকাশ করেছে। দেশের বিভিন্ন রাজ্যে কোন দিন এবং কেন ব্যাঙ্ক ছুটি রয়েছে তার সম্পূর্ণ বিবরণও এতে দেওয়া রয়েছে। RBI এর ক্যালেন্ডার অনুযায়ী জানা গিয়েছে, চলতি মাসে অর্থাৎ পুজোর মাস মোট ৩১ দিনের। তার মধ্যে মোট ১৫ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ রাখা হচ্ছে। যার মধ্যে রয়েছে প্রতি রবিবার এবং ব্যাঙ্ক ছুটির দ্বিতীয় ও চতুর্থ শনিবার। আজকের প্রতিবেদনের মাধ্যমে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং কেন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একনজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকাগুলি

  1. ১ অক্টোবর- জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে বিধানসভা ভোটের জন্য
  2. ২ অক্টোবর-গান্ধী জয়ন্তী, মহালয়া
  3. ৩ অক্টোবর-রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ নবরাত্র স্থাপনার জন্য
  4. ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি
  5. ১০ অক্টোবর- দুর্গাপুজো, দশেরা
  6. ১১ অক্টোবর-অষ্টমী/ নবমী
  7. ১২ অক্টোবর-দশেরা/ বিজয়া দশমী
  8. ১৩ অক্টোবর-সাপ্তাহিক ছুটি
  9. ১৪ অক্টোবর-দুর্গাপুজো সিকিমে
  10. ১৬ অক্টোবর-লক্ষ্মী পুজো পশ্চিমবঙ্গ
  11. ১৭ অক্টোবর-মহর্ষী বাল্মীকী জয়ন্তী কর্ণাটক, অসম, হিমাচল
  12. ২০ অক্টোবর-সাপ্তাহিক ছুটি
  13. ২৬ অক্টোবর-ফোর্থ সাটার ডে
  14. ২৭ অক্টোবর-সাপ্তাহিক ছুটি
  15. ৩১ অক্টোবর-দিওয়ালি/কালীপুজো

UPI এবং নেট ব্যাঙ্কিং চালু থাকবে

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকদের পরিষেবা থেকে বঞ্চিত হবে না কেউই। কারণ অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপ চালু থাকবে। যার মাধ্যমে সহজেই এবং মুহূর্তের মধ্যে তাঁদের আর্থিক কাজকর্ম সম্পন্ন করতে পারবেন বিনা বাঁধায়। এ ছাড়াও, ATM পরিষেবাগুলিও সচল থাকবে, ফলে টাকা তোলার কোনও সমস্যা হবে না। কিন্তু কেউ যদি ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ করতে চান, তাহলে তাঁরা অবশ্যই আগে থেকে সেই কাজ সেরে ফেলুন। নইলে ব্যাঙ্ক বন্ধ থাকায় সেই কাজে বিঘ্ন ঘটবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group