পাকিস্তানের রঙ চটিয়েছে ব্রহ্মস! এবার ভারতের এই ব্রহ্মাস্ত্র কিনতে ১৭ দেশের মধ্যে বাঁধল কাড়াকাড়ি

Published:

17 countries now lined up to buy India's Brahmos Missile
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে সংঘর্ষে ক্ষমতা দেখিয়েছে ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মস মিসাইল (BrahMos Missile)। পাক ভূখণ্ডে কার্যত তাণ্ডব চালিয়েছে এই মেক ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র। সন্ত্রাসবাদের আশ্রয়দাতার সাথে সংঘর্ষ চরমে ওঠায় প্রয়োগ করা হয়েছিল এই সুপারসনিক ক্রুজ মিসাইল, যা কথা রেখেছে!

প্রতিবেশীর মাটিতে এক প্রকার কম্পন ধরিয়ে গোটা বিশ্বকে জানান দিয়েছে নিজের ক্ষমতা। আর এরপরই উন্নত বিশ্বের অন্তত 17টি দেশ ভারতের এই মিসাইল কিনতে উঠেপড়ে লেগেছে। মূলত নিজ নিজ শত্রু নিধনে ভারতের এই প্রধান অস্ত্র ব্যবহার করতে আগ্রহী দেশগুলি।

17 দেশের নজরে ব্রহ্মস মিসাইল

মূলত দ্রুতগতি ধরে রেখে নির্দিষ্ট নিশানায় নিখুঁতভাবে আঘাত আনতে সিদ্ধহস্ত ভারতের ব্রহ্মস মিসাইল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালানোর সময় পাকিস্তানের একাধিক নিশানায় নিখুঁতভাবে আঘাত হেনেছে ভারতের একাধিক শক্তিশালী মিসাইল। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, পাকিস্তানের বুকে আঘাত করা মিসাইলগুলির মধ্যে ছিল ব্রহ্মাসও।

যা কিনতে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে 17 দেশ। জানা যাচ্ছে, ভারতের ক্ষমতাশালী মিসাইল কিনতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেট, ব্রাজিল, চিলি, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা, ইজিপ্ট, দক্ষিণ আফ্রিকা, বুলগিয়া, মিশর সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ।

অবশ্যই পড়ুন: CBSE বোর্ড পরীক্ষায় ফেল করেছেন বৈভব সূর্যবংশী? গোটা ঘটনা জানলে বোকা বনে যাবেন

ব্রহ্মস কিনেছে ফিলিপাইনস

জানিয়ে রাখি, ভারতের দ্রুতগামী মিসাইল যা মূলত 200 থেকে 300 কেজি ওজন বহন করে 800 কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আর এই বৈশিষ্ট্য দেখেই চিনের মতো শত্রুদের রুখতে ইতিমধ্যেই ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল কিনেছে ফিলিপাইনস। আর সেই সূত্রেই, বন্ধু দেশ ফিলিপাইনসের সাথে 375 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিপাইনসকে দেখেই এবার ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি ব্রহ্মস নিয়ে ভারতের সাথে চুক্তি করতে আগ্রহী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join