শ্বেতা মিত্র, কলকাতাঃ সকাল সকাল চমকে দেওয়ার মতো খবর শুনে ঘুম ভাঙল দেশবাসীর। নতুন মাস পড়তে না পড়তেই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
আজ দীপাবলি ও আবার ১ নভেম্বর। ফলে স্বাভাবিকভাবেই সকাল সকাল রান্নার গ্যাস দাম বৃদ্ধির খবর শুনে চমকে গিয়েছেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, শুক্রবার দাম বেড়েছে LPG গ্যাস সিলিন্ডারের। আপনিও কি জানতে ইচ্ছুক যে কতটা দাম বেড়েছে? তাহলে ঝটপট পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি।
দাম বাড়ল LPG রান্নার গ্যাসের | LPG Cylinder Price Hike |
সরকারের তরফে আজ ১ নভেম্বর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৬২ টাকা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েলের তরফে জারি করা নয়া রেট অনুসারে, দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে বেড়ে হয়েছে ১৮০২ টাকা। অন্যদিকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৯১১.৫ টাকা। অক্টোবরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৮৫০.৫ টাকা খরচ হচ্ছিল। মুম্বইয়ে এলপিজি সিলিন্ডারের দাম ১৭৫৪.৫০ টাকা। তবে চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯৬৪.৫০ টাকা।
দাম বাড়েনি ঘরোয়া রান্নার গ্যাসের
যদিও একটাই স্বস্তি, বিগত কয়েক মাসের মতো নভেম্বরেও আর নতুন করে ঘরোয়া রান্নার গ্যাস দাম বাড়েনি। ফলে স্বস্তিতে সাধারণ মানুষ। অর্থাৎ সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন নেই। আজ, চেন্নাইতে ডোমেস্টিক সিলিন্ডার সেপ্টেম্বর ৮১৮. ৫০ রেটে পাওয়া যাচ্ছে। দিল্লিতে ১৪.২ কেজি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ৮০৩ টাকা। অন্যদিকে কলকাতা শহরে এই রেট ৮২৯ টাকা এবং মুম্বাইয়ে ৮০২.৫০ টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |