গুগলের দয়ায় পথভ্রষ্ট হতেই বিপদ! এলিয়েন ভেবে বিদেশিদের পুলিশে দিলেন গ্রামবাসীরা, তারপর …

Published:

Updated:

villagers thought two foreign travelers as alien who were lost due to wrong path shown in google maps
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেই একটা প্রবাদ বাক্য শুনেছেন যে ‘অন্ধবিশ্বাস মোটেই ভালো নয়!’ সম্প্রতি এর হাতেহাতে প্রমাণ পেলেন দুই বিদেশী পর্যটক। কীভাবে? সেই কাহিনীই জানাবো আপনাদের। আসলে টেকনোলজির উন্নতির সাথে সাথে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ছোট থেকে বড় সকলেই গুগুল ম্যাপের ব্যবহার করেন। কিন্তু সব সময় যে সেটা সঠিক দেখাবে তার কোনো গ্যারেন্টি নেই। অতীতে গুগুল বাবাজিকে ভরসা করে অনেকেই ফেঁসেছিলেন, এবারেও তেমনটাই ঘটেছে দুই ফ্রেঞ্চ পর্যটকের সাথে।

গুগুল ম্যাপের জেরে অস্বস্তিতে দুই বিদেশী পর্যটক

জানা যাচ্ছে, ব্রায়ান ও সেবাস্চিয়ান নামের দুই ফ্রেঞ্চ পর্যটক গত ৭ই জানুয়ারি দিল্লি আসেন। এরপর তারা রোড ধরে সাইকেলে চালিয়ে দিল্লি থেকেই নেপাল যাবেন বলে ঠিক করেন। সেই মত গুগুল ম্যাপে দেখানো পথ নির্দেশ অনুযায়ী  এগিয়ে চলেছিলেন তাঁরা। হিসেবে মত পিলিভিত ও টনকপুর হয়ে কাঠমান্ডু পৌঁছানোর কথা থাকলেও আসলে তাঁরা পৌঁছে যান বারেলি।

এলিয়ান বলে সন্দেহ হয় গ্রামবাসীদের

সেখানে বাহেরি নামক জায়গায় রাত হওয়ার কারণে পুরেলি নামক বাঁধের কাছেই নিজেদের তাঁবু খাটিয়ে সেদিনের মত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে দুজনের মাথায় থাকা হেমলেটের লাইট দেখে আশেপাশের গ্রামবাসীরা তাদেরকে এলিয়ান বলে সন্দেহ করতে শুরু করে। তড়িঘড়ি স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়ে জানায় হয়। এরপর পুলিশ তদন্তের জন্য সেখানে গেলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বারেলি থানার এসএসপি অনুরাগ আর্য জানান, রাস্তা হারিয়ে বারেলি এসে পড়ছিলেন ওই পর্যটকেরা। তবে তাদের সঠিক পথ দেখিয়ে সাহায্য করা হয়েছে।

আরও পড়ুনঃ এই কর্মীদের অবসরের বয়স ৩ বছর বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের

গোটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সবটা জানার পর কেউ হেসেই গড়াগড়ি দিচ্ছেন। তো কেউ আবার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন ওই পর্যটকদের সাহায্য করার জন্য। তবে একইসাথে গুগুল ম্যাপকে যে চোখ বুঝে মোটেই ভরসা করা উচিত নয় সেটাও এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে  দেখিয়ে দিল বলে মত নেটিজেনদের একাংশের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join