৪০ রোহিঙ্গাসহ ২০০ জন বাংলাদেশিকে তাড়াল ভারত, অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ

Published:

Bangladesh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাস ধরে ভারতে অবৈধভাবে প্রবেশ করে চলেছে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা (Bangladesh)। দেশের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে থাকছিল তাঁরা। কিন্তু এবার তাঁদের উত্থানের পালা। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে এবার কড়া নজরদারি শুরু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আর সেই পরিপ্রেক্ষিতে এবার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল প্রশাসন। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হলো অন্তত ২০০ জন বাংলাদেশিকে। যার মধ্যে ছিল ৪০ জন রোহিঙ্গা মুসলিম।

তদন্তে নামল গুজরাট পুলিশ

ANI-এর এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে গত ২৬ এপ্রিল, গুজরাট পুলিশ বাংলাদেশি নাগরিক সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছিল। এবং তাঁদের নথি যাচাইয়ের প্রক্রিয়ার মাধ্যমেই উঠে আসে আসল তথ্য। সম্প্রতি অভিযান চালিয়ে ৮০০ জন বাংলাদেশিকে ধরা হয় আমেদাবাদে। তখনই জানা যায় যে, আমেদাবাদের চান্দোলা লেক এলাকায় কিছুদিন ধরে বেআইনিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল গুজরাট পুলিশ। তখনই একের পর এক বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ধরা হয়।

৪০ জনকে ফেরত পাঠানো হয়েছে!

জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে সুরাটে সেখানকার স্থানীয় পুলিশের সঙ্গে রাতভর অভিযান চালিয়েছিল স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG), ডিটেকশন অফ ক্রাইম ব্রাঞ্চ (DCB), অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU), প্রিভেনশন অফ ক্রাইম ব্রাঞ্চ (PCB)। তাঁরাই যৌথভাবে ১০০ জনেরও বেশি বাংলাদেশীকে আটক করেছে। সব মিলিয়ে মোট ৮০০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে থেকে ২০০ জনকে এইমুহুর্তে চিহ্নিত করা হয়েছে দেশে ফেরত পাঠানোর জন‍্য। তবে এখন আপাতত ৪০ জনকে ফেরত পাঠানো হয়েছে কৃষ্ণনগর-কল‍্যাণী সীমান্ত দিয়ে।

আরও পড়ুন: মন্দারমণিতে হামলার ছক? ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মালদার যুবক

সূত্রের দাবি, দালালদের মাধ্যমে টাকা দিয়ে বঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢোকে বাংলাদেশিরা। পরবর্তী কালে গুজারাটের আমেদাবাদে চান্দোলা লেক এলাকায় বসবাস শুরু করে তারা। তবে এবার তাঁদের ফেরৎ পাঠানোর পালা। প্রশাসনের তরফে অনেকদিন ধরেই আলোচনা চলছিল যে কয়েকদিনের মধ্যে অনুপ্রবেশকারীদের বঙ্গে এনে উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরৎ পাঠানো হবে। খুব শীঘ্রই বাকিদেরকেও বাংলাদেশে পাঠানো হবে। যাঁদের মধ্যে রয়েছে মহিলা ও শিশু। তাদেরও ধাপে ধাপে ডিপোর্ট করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join