ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধ মেজাজ! এই ২৭টি বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দেখে নিন তালিকা

Published on:

27 airports in the country closed indefinitely amid India-Pakistan tensions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। গতকালই সন্ত্রাসবাদের আশ্রয়দাতা তথা নির্লজ্জ পাকিস্তানের তরফে ভারতের 15টি শহরকে টার্গেট করে ড্রোন মিসাইল নিক্ষেপ করা হয়, তবে সেই মিসাইল একার হাতে রুখে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি পাকিস্তানের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শোনা যাচ্ছে, ফের নাকি পশ্চিম দিকের দেশের তরফে হামলার চেষ্টা করা হয়, আর এরপরেই পাকিস্তানে ঢুকে কড়া প্রত্যাঘাত হেনেছে ভারতীয় বায়ু সেনা। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে ভারতের 27টি বিমানবন্দর (Airports)। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে বিমানবন্দর গুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দর গুলিতে নিরাপত্তা বাড়াল সরকার

বৃহস্পতিবার ব্যুরো অফ এভিয়েশন সিকিউরিটির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে, আপাতত 27 বিমানবন্দরের যাবতীয় পরিষেবা স্থগিত থাকবে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিমানবন্দর গুলিতে নিরাপত্তা বাড়িয়েছে সরকার। যাত্রীদের উদ্দেশ্যে জারি হয়েছে সতর্কবার্তা। বলা বাহুল্য, বিমান ওড়ার কমপক্ষে 75 মিনিট আগে বন্ধ হয়ে যাবে চেক ইন। সম্প্রতি ভারতীয় বিমান সংস্থা Air India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আপাতত বন্ধ হওয়া 27 বিমানবন্দরের তালিকা

পাকিস্তানের সাথে যুদ্ধের আবহে ব্যুরো অফ এভিয়েশন সিকিউরিটির নির্দেশে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর গুলির মধ্যে রয়েছে, চন্ডিগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্টার, কিশানগড়, পাটিয়ালা, শিমলা, ভাটিণ্ডা, হালওয়ারা, পাঠানকোট,, গাগ্গাল, ধর্মশালা, জয়সলমের, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র, হিন্ডন, জম্মু ও লেহ বিমানবন্দর।

অবশ্যই পড়ুন: আপন প্রাণ বাঁচা! চাপে পড়ে পাকিস্তানকে ভুলল বাংলাদেশ, অনুসরণ ভারতের পথ

কতদিন বন্ধ থাকবে বিমানবন্দরগুলি?

বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের একাধিক শহরকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। ভারতের তরফেও করা হয়েছে প্রত্যাঘাত। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এমতবস্থায় সতর্কতা হিসেবে 27 বিমানবন্দর আপাতত বন্ধ করা হয়েছে। জানা যাচ্ছে, পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত বিমানবন্দর গুলি বন্ধই থাকবে। সূত্রের খবর, বাতিল হওয়া ফ্লাইটের পুরো টাকাই যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে বলেই খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group