হরিদ্বারের প্রাচীন মনসা মন্দিরে ভয়ঙ্কর দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনার! আহত ৩০

Published on:

Uttarakhand Incident

সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরাখণ্ডে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। রবিবার হাজার হাজার পুণ্যার্থী জড় হয়েছিলেন উত্তরাখণ্ডের হরিদ্বার শহরের প্রাচীন মনসা দেবীর মন্দিরে। কেউ গিয়েছিল ভোরবেলা পূজা দিতে, আবার কেউ নিজের মনস্কামনা পূর্ণের আশায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ভক্তির আবহ শোকের ছায়ায় (Haridwar mansa mandir stampede) পরিণত হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার আচমকা মন্দিরের পথের উপর ছিঁড়ে পড়তেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, পদদলিত হয়ে মৃত্যু হয় 6 জন ভক্তের। আর আহত হয়েছে প্রায় 30 জনেরও বেশি। এ নিয়ে ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় চাঞ্চল্য এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

ANI সূত্রে খবর পাওয়া গিয়েছে, হরিদ্বারের মনসা দেবী মন্দিরের যাত্রাপথে হঠাৎ করে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। আর সেই মুহূর্তে প্রচুর মানুষ ওই রাস্তায় পারাপার করেছিল। হঠাৎ তার ছিঁড়ে পড়ায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর সেই আতঙ্কেই ছোটাছুটি, ধাক্কাধাক্কি লেগে যায় এবং তারপরেই এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উল্লেখ্য, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 6 জন ভক্তের। এমনটাই নিশ্চিত করেছে গঢ়ওয়াল বিভাগের ডিভিশনাল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। পাশাপাশি 35 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এমনকি তাঁদের মধ্যে অনেকেই প্রবীণ নাগরিক এবং মহিলাও রয়েছেন। আর গুরুতর অবস্থায় কিছুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ফের দাম কমল সোনার, ১৯০০ টাকা দরপতন রুপোরও! আজকের রেট

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

এই ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী দল গঠনাস্থলে পৌঁছয়। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য এবং চিকিৎসা পরিষেবা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি টুইট করে এদিন লিখেছেন, মনসা দেবীর মন্দিরের রাস্তায় পদদলিত হওয়ার ঘটনার সংবাদ পেয়েছি। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আমিও প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। মা মনসার কাছে প্রার্থনা করি, যাতে সবাই নিরাপদ থাকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group