সহেলি মিত্র, কলকাতাঃ ছত্তিশগড়ের বিলাসপুরের ট্রেন দুর্ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি, এরই মধ্যে দেশে আরও বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। মৃত্যু হল বহু সাধারণ রেল যাত্রীর। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মির্জাপুর (Mirzapur Train Accident)। মূলত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৬ জনের বলে খবর। বুধবার সাত সকালে ঘটে যাওয়া এহেন মর্মান্তিক দুর্ঘটনা গোটা দেশবাসীকে নাড়িয়ে রেখে দিয়েছে।
উত্তরপ্রদেশে বড় রেল দুর্ঘটনা
বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার জংশনে ট্রেন থেকে নামার পর রেললাইন পার হওয়ার সময় ৬ যাত্রী ট্রেনের ধাক্কায় নিহত হন। এই ঘটনায় স্টেশনে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ছিন্নভিন্ন হয়ে যায় বহু পুণ্যার্থীর দেহ। প্রত্যক্ষদর্শীদের মতে, কার্তিক পূর্ণিমার কারণে রেলস্টেশনে ভিড় ছিল। এদিকে নেতাজি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে যাত্রীরা স্টেশন থেকে নিচে নামতে যান, সেই সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কী জানাচ্ছে রেল?
এই ঘটনায় আরও বেশ কিছু তীর্থযাত্রী আহত হয়েছেন বলে খবর। সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে স্টেশনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রেনটি চুনার রেলস্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিছু যাত্রী ট্রেনের ভুল দিক থেকে নেমে যান এবং মূল লাইন ধরে হাঁটতে থাকেন। এদিকে, ট্রেন নম্বর ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ট্রেনটি মূল লাইনের উপর দিয়ে চলে যায় এবং তিন থেকে চারজন যাত্রী দুর্ঘটনার শিকার হন। যদিও এখনও অবধি ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অনেকে। তবে আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
বিলাসপুরে বড় রেল দুর্ঘটনা
বিলাসপুর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বিলাসপুর জেলা কালেক্টর সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন যে মঙ্গলবার গৌতোরা এবং বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি সময়ে বিকেল ৪টের দিকে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তিনি জানিয়েছেন যে এই ঘটনায় ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন যে আহতদের অ্যাপোলো, ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং বিলাসপুর শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানিয়েছেন যে অ্যাপোলো হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। আগরওয়াল জানিয়েছেন যে ঘটনার সময় লোকাল ট্রেনের প্রথম বগিটি মালবাহী ট্রেনের শেষ বগির উপর দিয়ে চলে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানিয়েছেন যে আরও দুই যাত্রী লোকাল ট্রেনের বগিতে আটকা পড়ে আছেন বলে জানা গেছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।












