শ্বেতা মিত্রঃ নতুন বছর শুরু হওয়ার আগেই ফের একবার লটারি লাগতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বলে খবর। এমনিতে দীপাবলির সময়ে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) এক ধাক্কায় ৩ শতাংশ বাড়িয়ে দেয় সরকার। বর্তমানে সরকারি কর্মীদের ডিএ এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। এদিকে বর্ধিত মহার্ঘ্য ভাতার টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কিন্তু এখানেই শেষ নয়, এবার জানা যাচ্ছে, এই DA-র টাকা ক্রেডিট হওয়ার আগেই বেসিক স্যালারি বাড়তে পারে সরকারি কর্মীদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। যদিও এই বিষয়ে সরকারের ঘর থেকে কোনওরকম তথ্য মেলেনি।
ডিএ-র সঙ্গে যোগ হবে বাড়তি বেতন?
২০২৫ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা সংশোধনের আগে এই বর্ধিত ডিএ কর্মচারীদের মূল বেতনের সাথে একীভূত করা হবে কিনা তা নিয়েও এই আলোচনা আরও তীব্র হয়েছে। আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ রাখুন। এক রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে সরকার তাদের অবস্থান বজায় রেখেছে যে ৫০ শতাংশের সীমা অতিক্রম করলেও মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে না। এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের সময় ৫০ শতাংশের বেশি হলে মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু পরে আর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।
কী বলছেন বিশেষজ্ঞরা?
কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞরা নানান কথা বলছেন। করঞ্জওয়ালা অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যাসোসিয়েট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড বিশাল গেহরানা বলেন, পঞ্চম বেতন কমিশন বেতন কাঠামো সরল করার সুপারিশ করেছিল এবং বেতন কাঠামো সরল করার জন্য মূল বেতনের সাথে এটি একীভূত করার সুপারিশ করেছিল। এটিকে অনির্দিষ্টকালের জন্য ডিএ বৃদ্ধি এড়ানোর উপায় হিসাবে দেখা হয়েছিল। তবে তা ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত ছিল না।
অন্য বিশেষজ্ঞদের মতে, ইন্ডাস্লাও পার্টনার দেবযানী আচ এই ধরনের আলোচনাকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতনের অন্তর্ভুক্ত হবে না। ভারতের লুথরা অ্যান্ড লুথরা ল অফিসের পার্টনার সঞ্জীব কুমারও জানিয়েছেন, সপ্তম বেতন কমিশনের রিপোর্টে এমন কোনও পদক্ষেপের সুপারিশ করা হয়নি।