নতুন বছরেই সুখবর পাবেন সরকারি কর্মীরা, DA বেড়ে দাঁড়াবে ৫৭%, কতটা বাড়বে বেতন?

Published on:

government employee dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ হাতে মাত্র আর দুদিন, তারপরেই চলে আসবে ২০২৫ সাল। ইতিমধ্যে নতুন বছরকে কেন্দ্র করে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। তবে নতুন বছরকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কারণ সকলেই এখন অপেক্ষা করছেন দুটো জিনিসের, একটি হল DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি এবং অন্যটি হল অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়া। অষ্টম বেতন পে কমিশন কবে লাগু হবে সেই নিয়ে সরকারের তরফে এখনো অবধি কোনওরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। তবে আগামী কিছু সময়ের মধ্যে মহার্ঘ ভাতা যে বাড়তে পারে তা কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে। এহেন অবস্থায় কত শতাংশ অবধি ভাতা বাড়তে পারে সেই নিয়ে সকলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনিও কি কেন্দ্রীয় সরকারী কর্মচারী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

২০২৫-এর জানুয়ারিতে বাড়বে DA?

সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এর পরবর্তী সংশোধন ২০২৫ সালের জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে। তবে, এই বিষয়ে ঘোষণার জন্য কিছুটা সময় লাগতে পারে কারণ সরকার DA বৃদ্ধির চূড়ান্ত গণনা করার জন্য ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক (এআইসিপিআই) তথ্যের জন্য অপেক্ষা করবে।

AICPIN তথ্যের ভিত্তিতে ডিএ বাড়ানো হয়। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত, AICPIN সূচক ১৪৪. ৫ এ পৌঁছেছে, যা মহার্ঘ ভাতা ৫৫. ০৫% এ বাড়িয়ে তুলতে পারে। আশা করা হচ্ছে যে নভেম্বর ও ডিসেম্বরে AICPIN সূচক ১৪৫. ৩ এ পৌঁছাতে পারে। এটি হলে ২০২৫ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা বেড়ে ৫৬ শতাংশ হতে পারে। আবার কেউ কেউ বলছেন ডিএ বাড়তে পারে ৫৭% অবধি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ডিএ বেড়ে হবে ৫৭%?

আগামী কিছু মাসের মধ্যে ডিএ-র মাত্রা ৩-৪ শতাংশ অবধি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতে সরকার জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বছরে দু’বার ডিএ বৃদ্ধির ঘোষণা করে। সরকার সাধারণত ছয় মাসের এআইসিপিআইএন তথ্য আসার পরেই চূড়ান্ত গণনা করে। এখন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিনের তথ্য পাওয়া গেলে তবেই সরকার চূড়ান্ত হিসাব করে পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারবে। ফলে এখন কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group