ছত্তিসগড়ে CRPF জওয়ান বোঝাই গাড়িতে মাওবাদী হামলা! IED ব্লাস্টে শহিদ ৯

Published on:

chhattisgarh naxal attack

কৌশিক দত্ত, বিজাপুরঃ ছত্তিসগড়ের বিজাপুরে পুলওয়ামার ধাঁচেই CRPF জওয়ানদের গাড়িতে ভয়ঙ্কর IED হামলা (Chhattisgarh Naxal Attack) করে মাওবাদীরা। সোমবার এই হামলার জেরে ৯ জওয়ান প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত আরও অনেক জওয়ান। ছত্তিসগড়ের এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ।

WhatsApp Community Join Now

ওই গাড়িতে মোট কজন জওয়ান ছিলেন এখন জানা যায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জওয়ানরা অভিযানের পর ক্যাম্পে ফিরছিলেন। সেই সময় কুটরু মার্গে মাওবাদীরা পাল্টা হামলা করার জন্য অপেক্ষা করছিল। সেনার গাড়ি এগিয়ে আসতেই তাঁর উপর IED ব্লাস্ট করানো হয়। যার জেরে ৯ জওয়ান শহিদ হন আর বাকি একাধিক জওয়ান আহত।

বস্তারের আইজিপি সুন্দররাজ ৯ জন জওয়ানের শহিদ হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে, আহতদের উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে যে, প্রায় তিন কেজির IED দিয়ে এই হামলা চালানো হয়েছে।

মাওবাদী দমন অভিযান চালিয়ে ফিরছিলেন CRPF জওয়ানরা

প্রাপ্ত খবর অনুযায়ী, CRPF জওয়ানরা পাংখাজুরে মাওবাদী দমন অভিযান চালিয়ে ফিরছিলেন। বলে দিই, CRPF রবিবার পাংখাজুরে অপারেশন চালিয়ে পাঁচ মাওবাদীকে নিকেশ করেছিলে। আর সেখান থেকেই ফেরার সময় নকশালিরা পাল্টা হামলা চালায়, যার জেরে ৯ জওয়ান শহিদ হন।

আরও বাড়তে পারে আহত, নিহতের সংখ্যা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটজন জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের হেলিকপ্টারে করে রাইপুরে নিয়ে যাওয়া হবে। এমনকি এও শোনা যাচ্ছে যে, আহত ও শহিদ জওয়ানদের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে সেনার ছয়টি কনভয় পাঠানো হয়েছে। এছাড়াও দান্তেওয়াড়াতে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X