সৌভিক মুখার্জী, কলকাতা: সাতসকালে সামনে এল চরম দুঃসংবাদ। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Andhra Pradesh Venkateswara Swamy Temple) পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জন দর্শনার্থীর। জানা যাচ্ছে, হিন্দু ধর্মের শুভ দিন একাদশী উপলক্ষে কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রচুর ভক্ত ভিড় জমিয়েছিল। আর সেখানেই এই পদদলনের ঘটনা ঘটে।
শোকবার্তা মুখ্যমন্ত্রীর
শনিবার সকালে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিরাট ভিড়ের মধ্যে এই পদদলনের ঘটনায় মন্দির প্রাঙ্গণে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, আকস্মিক এই পদদলনে নয়জন নিহত হয়েছে আর বেশ কয়েকজন আহত। এমনকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ভক্তদের মৃত্যুকে হৃদয়বিদারক বলেই বর্ণনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমেছে। মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু সত্যি বেদনাদায়ক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসার দাবি জানিয়ে আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।
আরও পড়ুনঃ দিল্লির নাম বদলের দাবিতে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের, কী নাম হবে?
এদিকে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দল ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ সরবরাহর ব্যবস্থা দিয়েছে। চন্দ্রবাবু নায়ডুর মন্ত্রিসভায় একজন মন্ত্রীও এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই একাদশীর দিনে আমাদের গভীর শোক গ্রাস করে ফেলেছে। যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। সরকার পদদলিত হয়ে আহতদের উন্নত চিকিৎসা প্রদান করছে। বর্তমানে আহতরা সুরক্ষিতই রয়েছে। পাশাপাশি পুলিশ এবং রাজ্যের কৃষিমন্ত্রী কে আটচান্নাইদু তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
Tragedy at #AndhraPradesh temple
5 feared dead in stampede at Venkateswara Swamy Temple in Kashibugga, Srikakulam. Several injured
Incident took place during Ekadashi, when thousands gathered for darshan
Rescue teams and police are at the spot, an inquiry is… pic.twitter.com/pYW5q0KX2X
— Nabila Jamal (@nabilajamal_) November 1, 2025












