শিক্ষা পাবে চিন, পাকিস্তান! ফ্রান্সের সাথে যুগলবন্দী ভারতীয় সেনার

Published:

90 Indian soldiers participating in India-France joint military exercise
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মাসে পাকিস্তানের সাথে সংঘাতে ক্ষমতা বুঝিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবার নিজেদের ক্ষমতাকে আরও কিছুটা ঝালিয়ে, চিন, পাকিস্তানের মতো শত্রুদের টেক্কা দিতে গত মঙ্গলবার ফ্রান্স সফরে গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর 90 সদস্যের একটি দল। জানা যাচ্ছে, মূলত ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তির (India-France Joint Military Exercise) অষ্টম সংস্করণে অংশ নিতেই বিদেশে পাড়ি দিয়েছেন বীর ভারতীয় সেনা জাওয়ানরা।

কবে থেকে শুরু হচ্ছে ভারত-ফ্রান্স সামরিক মহড়া?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ 18 জুন থেকে শুরু হচ্ছে ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া। মূলত দু’দেশের সামরিক মহড়া শক্তির অষ্টম সংস্করণে অংশ নিতে জম্মু ও কাশ্মীর রাইফেলসের সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনীর ভারতীয় জওয়ানরাও ইতিমধ্যেই ফ্রান্সে গিয়ে পৌঁছেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া চলবে আগামী পহেলা জুলাই পর্যন্ত।

সামরিক মহড়ার লক্ষ্য

জানা যাচ্ছে, মূলত ভারত ও ফ্রান্স দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে, আন্তঃকার্যক্ষমতা ও কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করতে এই বিশেষ মহড়ার আয়োজন। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত রাষ্ট্রসংঘের সনদের সপ্তম অধ্যায়ের আওতায় আধা শহুরে পরিবেশে যৌথ অভিযানের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই শক্তি মহড়া।

বলে রাখি, এই সামরিক মহড়ার মধ্যে দিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়বে বলেই মনে করছেন বহু কূটনৈতিক। তাছাড়াও যৌথ মহড়ার মাধ্যমে দু পক্ষের সেনাবাহিনীরা একে অপরের মধ্যে মহড়া অনুশীলন, কৌশল, যুদ্ধ কৌশল, যুদ্ধের পদ্ধতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভাগাভাগি করে নেবেন।

বহু বিশ্লেষকের দাবি, ভারতের সাথে অন্যান্য বারের মতো এ বছর যৌথ সামরিক মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও ত্বরান্বিত করতে চাইছে ফ্রান্স। মূলত সেই উদ্দেশ্যেই কৌশলগত মহড়া অনুশীলন, পরিমার্জন, কৌশল ও যুদ্ধ পদ্ধতি ভাগ করে নিতে চাইছে দুই দেশের সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর একে অপরের প্রতি শ্রদ্ধা অনেকটাই বৃদ্ধি পাবে।

অবশ্যই পড়ুন: লাল হলুদে খুশির জোয়ার, গোয়ার ঘর ভেঙে বাঘা ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল!

চাপে চিন, পাকিস্তানের মতো দেশ!

ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা আজ থেকে ফরাসি সেনাবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল। ফলত, অন্যতম শক্তিধর দেশ ফ্রান্সের সাথে ভারতের সুসম্পর্ক একেবারেই ভাল চোখে নিচ্ছে না চিন, পাকিস্তানের মতো বহু শত্রু! জানা যাচ্ছে, আজ থেকে শুরু হওয়া যৌথ সামরিক মহড়ার মধ্যেই আধা শহুরে পরিবেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনায় সমন্বয় এবং পারস্পারিক কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই ময়দানে নেমেছে ভারত ও ফ্রান্স। যা আগামী দিনে পাকিস্তানের মতো সন্ত্রাসী লালনপালনকারী দেশের জন্য যথেষ্ট চাপের হয়ে গেল বলেই মনে করছেন বহু কূটনীতিবিদ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join