হাতে মাত্র ৯ দিন, আজই আধার কার্ড আপডেট করে নিন, নইলে পড়বেন সমস্যায়

Updated on:

aadhar

নয়া দিল্লিঃ আপনার কাছেও কি আধার কার্ড আছে? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বর্তমান সময়ে এমন কোনও মানুষ নেই যার কাছে এই কার্ড নেই। এখন মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এই কার্ডটি। এছাড়া এই কার্ড না থাকলে এখন কোনও কাজও হয় না। কিন্তু এবার এই আধার কার্ড নিয়েই বিরাট বড় আপডেট দেশবাসীর সামনে উঠে এল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আধার নিয়ে বড় আপডেট

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে আধার কার্ড নিয়ে আবার কী আপডেট সামনে এল? তাহলে জানিয়ে রাখি, আপনার হাতে আর মাত্র ৯টা দিন সময় আছে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য। UIDAI আধার কার্ডে বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ১৪ জুন, ২০২৪। ইউআইডিএআই-এর তরফে এই বিনামূল্যে আপডেট করার সময়সীমা আগে ১৪ মার্চ, ২০২৪ ছিল, কিন্তু এখন তা বাড়ানো হয়েছে। আধার কার্ডে বিনামূল্যে আপডেশনের জন্য আপনাকে myAadhaar Portal পোর্টালে ভিজিট করতে হবে।

বড় সিদ্ধান্ত UIDAI-এর

আধার কার্ড নিয়ে এমনিতেই বড় সিদ্ধান্ত নিয়েছে UIDAI। UIDAI চায় যে সাধারণ মানুষ যত শীঘ্র সম্ভব নিজেদের আধার ডকুমেন্ট আপডেট করে নিক। এখন তা বিনামূল্যেই হবে। এরপর আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করতে হলে অতিরিক্ত চার্জ গুণতে হবে। এই আপডেটের জন্য আধার কার্ডধারীদের ডেমোগ্রাফিক ডেটা, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিতে হবে। এগুলি আপনি ঘরে বসেও করতে পারেন। কিন্তু বায়োমেট্রিক বা আইরিশ স্ক্যান করতে আপনাকে আধার সেন্টার যেতেই হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন

১) প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/en/my-aadhaar/update-aadhaar.html ভিজিট করতে হবে।

২) আধার আপডেট-এর অপশন বেছে নিতে হবে।

৩) ধরুন আপনি আপনার ঠিকানা পরিবর্তন করবেন। তাহলে এর জন্য আপনাকে Update Address অপশনে যেতে হবে।

৪) রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে এবং এরপর আপনার ফোনে OTP আসবে।

৫) এরপর Documents Update অপশন বেছে নিতে হবে।

৬) এরপর আধারের সঙ্গে জড়িত সকল ডিটেইলস লিখতে হবে।

৭) পরবর্তী ধাপ হিসেবে সব নথিকে ভেরিফাই করুন এবং আবার নিজের Address অপশনে গিয়ে নিজের ডকুমেন্টস আপলোড করুন।

৮) এরপর আধার আপডেট প্রক্রিয়াকে OK করুন।

৯) আপনি পেয়ে যাবেন ১৪ সংখ্যার URN নম্বর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group