পার্থ সারথি মান্না, কলকাতাঃ এবছর সরকারি হোক বা বেসরকারি চাকুরিজীবীদের জন্য একেরপর এক ঘোষণা এসেছে। বিশেষ করে যে সমস্ত কর্মীরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation) আওতায় রয়েছেন তাদের জন্য একাধিক সুখবর দিয়েছে সরকার। যার মধ্যে EPF এর ১২% লিমিট বাড়ানো থেকে শুরু করে এটিএম থেকে PF এর টাকা তোলার মত সুবিধা আনার কথা ঘোষণা করা হয়েছে। তবে এবার EPFO নিয়ে আরও একটি বড় আপডেট প্রকাশ্যে এসেছে।
EPFO তে আধার কার্ড লিঙ্ক নিয়ে বড় আপডেট
যাদের EPFOতে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তারা সকলেই জানেন নিয়ম অনুযায়ী ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা UAN এর সাথে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। নাহলে পিএফ এর টাকা তোলা বা অন্যান্য কাজের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে এবার জানা যাচ্ছে কিছু ক্ষেত্রে আধার লিংক না করলেও চলবে। কাদের এই ছাড় দেওয়া হবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
EPFO তে আধার লিঙ্ক করতে হবে না কাদের?
ইপিএফও এর তরফ থেকে জানায় হয়েছে যে কিছুক্ষেত্রে UAN নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক না করলেও চলবে। কাদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য? নিচে সেটা জানানো হলঃ
১। যে সমস্ত কর্মীরা বাইরে থেকে কাজের জন্য ভারতে এসেছিলেন ও কাজের শেষে আবার নিজেদের দেশে ফিরে ফিয়েছেন তাদের জন্য আধার কার্ড লিংক নিষ্প্রয়োজন।
২। যে সমস্ত ভারতীয়রা পাকাপাকিভাবে দেশের বাইরে চলে গিয়েছেন ও সেখানে নাগরিকত্ব পেয়ে গিয়েছেন তাদের আধার লিংকের কোনো প্রয়োজন নেই।
৩। যদি কোনো কর্মী নেপাল বা ভুটান থেকে এসে ভারতে কাজ করেন তাহলে তাদের কাছে আধার কার্ড থাকবে না সেক্ষেত্রে আধার লিংক করার প্রয়োজন নেই।
আধার ছাড়া কিভাবে হবে ভেরিফিকেশন?
আধার কার্ড ছাড়াও কিভাবে ভেরিফিকেশন করা সম্ভব সেই পদ্ধতি সম্পর্কে জানায় হয়েছে EPFO এর তরফ থেকে। বিদেশী নাগরিক হলে পাসপোর্টের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। আর যদি নেপাল বা ভুটানের নাগরিক হন তাহলে সিটিজেনশিপ কার্ড দেখিয়ে ভেরিফিকেশন করা যাবে।
মোহনবাগানকে আটকে দিয়ে সুর চড়ালেন প্রীতম কোটাল