পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মাঝেই ভুয়ো আধার কার্ড বানিয়ে অনুপ্রবেশের মত ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে এরই মাঝে মিলেছে নতুন খবর, নতুন আধার কার্ড নিয়ে হাজির সরকার। হ্যাঁ ঠিকই দেখছেন, নতুন আধার কার্ড তৈরী হবে। কিন্তু কারা পাবেন এই কার্ড? কিভাবেই বা আদবেদন করতে হবে আর কি সুবিধা পাওয়া যাবে নতুন কার্ডে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নতুন আধার কার্ড আনছে সরকার
যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়, বরং দেশের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে বদল আনতে নতুন কার্ড আনা হচ্ছে। নতুন এই কার্ডের নাম আভা আইডি (ABHA ID) বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (Ayushman Bharat Health Account)। এই কার্ডে প্রত্যেকের জন্য একটি ইউনিক আইডি দেওয়া হবে। আর এই আইডির মাধ্যমেই কোনো ব্যক্তির সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে পারা যাবে।
আভা আইডির প্রয়োজনীয়তা
অনেকেই হয়তো ভাবছেন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবার জন্য আলাদা করে কার্ড তৈরির কি প্রয়োজন? জানিয়ে রাখি, এই কার্ডের মধ্যে উক্ত ব্যক্তির যাবতীয় তথ্য যেমন আগের কোনো শারীরিক অসুস্থতা থেকে শুরু করে ব্লাড টেস্ট করানো হয়ে থাকলে তার রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত করা থাকবে। একপ্রকার মেডিক্যাল হিস্ট্রি রেকর্ডেড থাকবে। যেটা চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। প্রয়োজনে যে কোনো হাসপাতালে চিকিৎসার সময় কার্ড দেখলেই আপনার পুরো কেস হিস্ট্রি পাওয়া যাবে।
আভা আইডির সুবিধা
- আপনার স্বাস্থ্যের ডিজিটাল রেকর্ড তৈরী হবে যেটা প্রয়োজনে ব্যবহার করা যাবে।
- সরকারি বীমা প্রকল্প থেকে স্বাস্থ্য কর্মসূচি স্কিমের সাথে সহজেই এই আইডি যুক্তি করে পরিষেবা পাওয়া যাবে।
- আয়ুষ ট্রিটমেন্ট সেন্টার, হোমিওপ্যাথি সেন্টার, আয়ুর্বেদিক চিকিৎসা থেকে শুরু করে উনানি সিদ্ধা সমস্ত রকম চিকিৎসা প্রতিষ্ঠানেই এই কার্ড ব্যবহার করা যাবে। যা আপনার হওয়া চিকিৎসার বিবরণ রেকর্ড করে রাখবে।
কিভাবে বানাবেন আভা আইডি?
আপনি যদি আভা আইডি বানাতে চান তাহলে নিচে দেওয়া পদ্ধতি ফলো করে বানিয়ে নিতে পারেন :
১। প্রথমেই ABHA এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://abha.abdm.gov.in/abha/v3/) চলে যেতে হবে। এরপর সেখান থেকে ‘Create ABHA Number’ অপশন সিলেক্ট করুন।
২। এবার দুইভাবে আভা আইডি বানাতে পারেন, আধার কার্ডের মাধ্যমে বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। নিজের পছন্দমত বিকল্প বেছে নিন আর তাপর নেক্সট করে দিন।
৩। এরপর আধার কার্ড নাম্বার দিয়ে টার্মস ও কন্ডিশন ভালো করে পরে এগ্রি করে ক্যাপচা সল্ভ করে সাবমিট করুন।
৪। আধার কার্ডের তরফ থেকে একটি OTP পাঠানো হবে। সেটিকে দিয়ে সাবমিট করলে একটি ফর্ম আসবে। ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই আভা আইডি তৈরী হয়ে যাবে।
৫। একবার আভা আইডি তৈরী হয়ে গেলে সেটা ডাউনলোড করে নিন।
কতদিন চলবে রেজিস্ট্রেশন?
যেমনটা জানা যাচ্ছে, বর্তমান পরীক্ষামূলক ভাবেই আভা রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। তাই চাইলে যে কেউ নিজের আভা আইডি বানিয়ে নিতে পারেন। তবে সরকারের তরফ থেকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়নি। আলাদা করে কোনো লাস্ট ডেট ঘোষণা করা হয়নি।