প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এবার পাকিস্তানকে চোখে আঙুল দিয়ে ভুল দেখানোর জন্য উঠে পরে লেগেছে ভারত। তবে এবার একা কেন্দ্রীয় সরকার নয়, পাশে থাকবে বিরোধী দলগুলিও। যার মধ্যে অন্যতম হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের ওপর জঙ্গি হামলার কড়া জবাব দিতে অপারেশন সিঁদুরের মাধ্যমে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এবার পাকিস্তানি সন্ত্রাসবাদকে বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে পাঠানো হচ্ছে বহুদলীয় প্রতিনিধি দল।
এশিয়ার পাঁচ দেশে যাবে অভিষেক!
কেন্দ্রীয় সরকারী সূত্রে জানা গিয়েছে বিশ্বের দরবারে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে এবং এক ঘর করে রাখতে সর্বদলীয় প্রতিনিধিদল হিসেবে পাঠাচ্ছে মোদি সরকার। তবে এই প্রতিনিধিদল শুধুমাত্র বিজেপি এবং শরিক দলকে নিয়ে তৈরি হবে, সংযুক্ত হবে বিরোধী দলের প্রতিনিধিরাও। আর সেই সূত্রে এবার তৃণমূলের থেকে সামিল হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে অভিষেক যে দলে রয়েছেন, সেই দল এবার এশিয়ার পাঁচ দেশে যাবে। আর এই দলের নেতৃত্ব প্রদান করবে JDU বা জনতা দল ইউনাইটেড-এর সাংসদ সঞ্জয় ঝা। এছাড়াও সেই দলে তৃণমূল সাংসদ ছাড়াও রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, সিপিএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা সলমন খুরশিদ, মোহন কুমার।
দিল্লির উদ্দেশে রওনা অভিষেকের
ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিদেশ সফর নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রতিনিধি দলের সদস্য হিসেবে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এশিয়ার পাঁচটি দেশে যাচ্ছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই পাঁচ দেশকেই আপাতত শনাক্ত করা হয়েছে বিদেশ যাত্রার তালিকায়। এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন অভিষেক। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় মিডিয়ায় সামনে তিনি কিছু বলতে পারেননি।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মমতা
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর প্রসঙ্গে প্রথমে কেন্দ্র নিজের থেকেই বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে চিহ্নিত করেছিল। কিন্তু, দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তৃণমূল। দলনেত্রী স্পষ্ট জানিয়ে দেয় প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন, তা কেন্দ্র ঠিক করতে পারে না। শেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করলে মান অভিমানের পালা কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে চিহ্নিত করা হয় প্রতিনিধি সদস্য হিসেবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |